সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক রাঙ্গামাটি থেকে এক জুম্মকে অপহরণ করে টাকা ও মোবাইল ছিনতাই

0
297
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ১২ অক্টোবর ২০২৩, রাঙ্গামাটি: গত ৮ অক্টোবর সকাল ১০:০০ টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার সমতা ঘাট বাজার হতে এক নিরীহ জুম্ম গ্রামবাসীকে অপহরণ করে মোবাইল ও টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর ২০২৩ রাঙ্গামাটি সদর উপজেলার সমতা ঘাট বাজার হতে সকাল ১০:০০ ঘটিকার সময় অরুণ চাকমার দোকান থেকে রঞ্জন বিকাশ চাকমা (৫০) নামে এক জুম্মকে সেনা মদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসী বিপ্লব এর নেতৃত্বে অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহৃত রঞ্জন বিকাশ চাকমার কাছ থেকে নগদ ৩২,০০০ টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেয় অপহরণকারীরা। এছাড়া সন্ত্রাসীরা হুমকি প্রদান করে বলে যে, টাকা এবং মোবাইল এর বিষয়ে কাউকে জানালে প্রাণে বাঁচতে দেবো না।

এর কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা রাঙ্গামাটি সদর জোনে ফোন দিয়ে রঞ্জন বিকাশ চাকমাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সেনাবাহিনী রঞ্জন বিকাশ চাকমাকে সদর জোনে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে। সেনা সদস্যরা ছেড়ে দেয়ার সময় অপহরনকারীরা কোনো কিছু নিয়েছে কিনা জিজ্ঞেস করা করলে সন্ত্রাসীদের ভয়ে রঞ্জন বিকাশ অস্বীকার করেন বলে জানা যায়।

অপহৃত রঞ্জন বিকাশ চাকমা, পিতা-ধন মোহন চাকমা, নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের শৈলেশ^রী তালুকদার পাড়ার বাসিন্দা এবং তিনি ৯নং ওয়ার্ডের মেম্বার বলে জানা গেছে।