বিলাইছড়িতে জুম্মদের গাছ-বাঁশ বিক্রিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও হুমকি

0
474

হিল ভয়েস, ১২ অক্টোবর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলাধীন ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবদিয়া গ্রামের কার্বারিকে ডেকে গ্রামের সকলকে গাছ-বাঁশ বিক্রি করতে হলে পূর্বানুমতি নিতে হবে বলে সেনাবাহিনীর জনৈক ওয়ারেন্ট অফিসার নির্দেশ প্রদান করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর ২০২৩ সকাল ১০:০০ ঘটিকার সময় সেনাবাহিনীর দীঘলছড়ি জোনের ৩২ বীর এর অধীন গাছকাটাছড়া সেনা ক্যাম্প থেকে একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে ১০-১২ জন সেনাসদস্য বিলাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়।

ওয়ারেন্ট অফিসার এসময় কুতুবদিয়া গ্রামের ২(দুই) জন কার্বারি- ১। চানু কুমার তঞ্চঙ্গ্যা (৫৪), পিতা-মৃত অনাদি তঞ্চঙ্গ্যা ও ২। বসুনাথ তঞ্চঙ্গ্যা(৫০), পিতা-মৃত তারণী তঞ্চঙ্গ্যাকে বিদ্যালয়ে ডেকে এনে বলেন যে, গ্রামের কেউ গাছ-বাশঁ বিক্রি করলে আমাদের(সেনাবাহিনীর) কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি অনুমোদন না নেন তাহলে অসুবিধা আছে বলে হুমকি প্রদান করেন। এছাড়াও তিনি কুতুবদিয়া গ্রামের প্রত্যেক পরিবারকে ৫(পাঁচ)টি করে মলি বাঁশ গাছকাটাছড়া ক্যাম্পে দিয়ে আসতে নির্দেশ প্রদান করেন এবং না দিলে সমস্যা হবে বলে হুমকি প্রদান করেন।

ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন যে, জনৈক ওয়ারেন্ট অফিসার “জোর যার মুল্লুক তার” নীতি অনুসরণ করছেন, যা অমানবিক এবং বেআইনি। তারা অনতিবিলম্বে এহেন অগণতান্ত্রিক কার্যকলাপ বন্ধ করনসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক অবৈধ সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবি জানান।