রুমায় সেনাবাহিনীর এলোপাতাড়ি মর্টার শেল নিক্ষেপ ও গুলিবর্ষণ, এক বম নারী আহত

0
331

হিল ভয়েস, ২২ এপ্রিল ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলার রুমা উপজেলায় আদিবাসী বম জনগোষ্ঠীর বসতি লক্ষ্য করে বাংলাদেশ সেনাবাহিনী এলোপাতাড়ি মর্টার শেল নিক্ষেপ ও ব্রাশ ফায়ার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এক নিরীহ বম নারী আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (২২ এপ্রিল) সকাল ৬:৩০ টার দিকে সেনাবাহিনী রুমা সদর ইউনিয়ন এলাকার বম সম্প্রদায়ের গ্রাম মুনলাই পাড়া লক্ষ্য করে উপর্যুপরি মর্টার শেল (কামানের গোলা) নিক্ষেপ করে। এসময় বাড়িতে অবস্থানরত সেলি বম (১৯) নামে এক তরুণীর শরীরে একাধিক স্থানে মর্টার শেলের টুকরো এসে বিদ্ধ করে।

এছাড়া গতকাল (২১ এপ্রিল) দুপুর ১২:৩০ টার দিকে সেনাবাহিনী কেএনএফের বিরুদ্ধে অভিযানের নামে রুমার বগামুখ এলাকায় বম জনগোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে। তবে এতে এখনো পর্যন্ত কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

অপরদিকে, গতকাল (২১ এপ্রিল) দুপুরের দিকে আলিকদম থেকে সেনাবাহিনীর ১টি জীপ এবং সৈন্যসমেত ১টি বাস থানচিতে যুদ্ধংদেহী অবস্থায় প্রবেশ করেছে এবং একইসাথে আলিকদম সেনানিবাস থেকে ৩৮-বীর ও ১ম-বীর এর ২ কোম্পানী সেনা বান্দরবান সদরে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

উক্ত ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার বম জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।