জাতিসংঘের স্থায়ী ফোরামে এজেন্ডা আইটেম-৫(এ)-এর উপর জেএসএস প্রতিনিধির বক্তব্য

0
386

হিল ভয়েস, ১৯ এপ্রিল ২০২৪, আন্তর্জাতিক ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিনিধি চঞ্চনা চাকমা পার্বত্য চট্টগ্রামে ব্যাপক সামরিকায়ন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতি গভীর উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৩তম অধিবেশনের ৪র্থ দিনে (১৮ এপ্রিল,বৃহস্পতিবার) এজেন্ডা আইটেম ৫(এ): আদিবাসীদের সংলাপ-এর উপর আলোচনা করতে গিয়ে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

চঞ্চনা চাকমা তার বিবৃতিতে বলেছিলেন যে “স্থায়ী ফোরামের সুপারিশগুলি অত্যন্ত গুরুত্ব বহন করে, তাই আমি সেসব সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) কী পদক্ষেপ নিয়েছে সে প্রসঙ্গে প্রশ্ন তুলতে চাই। উদাহরণস্বরূপ, ২০১১ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী মোতায়েন করার আগে তাদের মানবাধিকার রেকর্ড যাচাইকরণ সম্পর্কিত সুপারিশগুলি উল্লেখ করা যেতে পারে। সেসব সুপারিশ তাত্পর্যপূর্ণ ছিল, কিন্তু আমরা ইকোসকের ফলো-আপ উদ্যোগ সম্পর্কে অন্ধকারে রয়েছি।”

জনসংহতি সমিতির প্রতিনিধি আরো যোগ করেছেন যে “একটি জাতি হিসাবে, বাংলাদেশ বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য ও সম্পদ প্রদান করেছে। এটা আমাদের জন্য গর্বের উৎস, বৈশ্বিক শান্তির প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক। তবে দু:খজনক যে, সেই সেনাবাহিনী কর্তৃক আমাদের নিজস্ব রাষ্ট্রীয় সীমানার মধ্যে কঠোর বাস্তবতার মুখোমুখি হওয়া হৃদয় বিদারক বৈকি; সামরিকীকরণ এবং সংঘাত দ্বারা আবৃত একটি বাস্তবতার মুখোমুখী আমরা। আমরা কীভাবে বিদেশে শান্তিরক্ষী হিসাবে আমাদের ভূমিকার সাথে আমাদের নিজেদের লোকেদের অশান্তি ও দুর্ভোগের সাথে সামঞ্জস্য করতে পারি? এটি এমন একটি প্রশ্ন যা আমাদের হৃদয়ে প্রবলভাবে ব্যথিত করে, হতাশা এবং যন্ত্রণার আবেগকে আলোড়িত করে। আমরা দূরবর্তী অঞ্চলে আশা ও স্থিতিশীলতার আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের নিজস্ব সম্প্রদায়, বিশেষ করে জুম্মরা অশান্তি ও ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হচ্ছে।”

পরিশেষে, চঞ্চনা চাকমার অভিমত ব্যক্ত করে যে, “স্থায়ী ফোরামের সুপারিশ থাকা সত্ত্বেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয়তা গভীরভাবে উদ্বেগজনক। অব্যাহত সামরিকীকরণ শুধুমাত্র উত্তেজনা বাড়িয়ে তোলে এবং মানবাধিকার লঙ্ঘনকে স্থায়ী করে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে। আমাদের সহকর্মী নাগরিকদের জন্য আমরা ভারাক্রান্ত যে, আমরা যারা আমাদের ভূমিকে রক্ষা করতে চাই তারা এই ধরনের কষ্ট সহ্য করতে হচ্ছে। পরিশেষে, আমাদের অবশ্যই উত্তর, জবাবদিহিতা এবং পদক্ষেপের দাবি করতে হবে। আমাদের জনগণ শান্তি পাওয়ার যোগ্য – দেশে এবং বিদেশে উভয়ই।”

সোমবার (১৫ এপ্রিল) থেকে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তরে শুরু হয়েছে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৩তম অধিবেশন। ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এই অধিবেশন। উক্ত অধিবেশনে জনসংহতি সমিতির প্রতিনিধি প্রীতিবিন্দু চাকমা ও চঞ্চনা চাকমা ছাড়াও অধিবেশনে অংশগ্রহণ করছেন, এমরিপের সদস্য বিনতাময় ধামাই, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, অগাষ্টিনা চাকমা, চন্দ্রা ত্রিপুরা, আর্যশ্রী চাকমা, তৈসা ত্রিপুরা, টনি চিরান, রাজকুমারী আয়েত্রী রায়, মনোজিত্‌ চাকমা প্রমুখ প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ছাড়াও ডিজিএফআইয়ের কর্মকর্তাবৃন্দ অধিবেশনে অংশগ্রহণ করছেন।