শিক্ষার্থী রয়রেম বমসহ ৮ মৃত্যুর সঠিক বিচার এবং আদিবাসীদের নিরাপত্তার দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন

0
251

হিল ভয়েস, ১৩ এপ্রিল ২০২৩, ঢাকা: বান্দরবানের রুমায় আদিবাসী শিক্ষার্থী রয়রেম বম সহ ৮ জনের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার এবং আদিবাসীদের জীবনের নিরাপত্তা, জুমচাষ ও শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

গতকাল ১২ এপ্রিল ২০২৩ বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি অনুপম রায় রূপক ও সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান এবং বান্দরবানের রুমা উপজেলার জুড়ভারং বম পাড়ায় সন্ত্রাসী কর্তৃক আদিবাসীদের উপর নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, ‘গত ৬ এপ্রিল সন্ত্রাসী বাহিনী মোট ২৩ আদিবাসীকে আটক করে খামতাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গিয়ে ১৫ জনকে ছেড়ে দেয়। এবং শিক্ষার্থী রয়রেম বম (২৩) সহ বাকী ৮ জনকে অমানবিক নির্যাতন ও ব্রাশ ফায়ার করে মেরে ফেলে সন্ত্রাসীরা। ৭ এপ্রিল তাদের লাশ স্কুলের পাশে ফেলে রেখে দেয়। আদিবাসীদের চরম আতঙ্কে ও খাদ্যাভাবে জীবন নির্বাহ করতে হচ্ছে। র্দীঘদিন ধরে তাদের মানবেতর জীবনযাপন খুবই কষ্টদায়ক।’

আদিবাসীদের জীবনের নিরাপত্তা দিতে না পারায় রাষ্ট্র ও স্থানীয় প্রশাসনের র্ব্যথতাকেই দায়ী করেছেন নেতৃবৃন্দ। অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় এনে আদিবাসীদের জীবনের নিরাপত্তা, জুমচাষ ও শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করার যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

আরো পড়ুন

বান্দরবানে নৃশংস ৮ হত্যাকান্ডে ঐক্য পরিষদের বিচারবিভাগীয় তদন্তের দাবি

রোয়াংছড়িতে সেনা-মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ৮ জনকে গুলি করে নৃশংসভাবে হত্যা