বান্দরবানে নৃশংস ৮ হত্যাকান্ডে ঐক্য পরিষদের বিচারবিভাগীয় তদন্তের দাবি

0
358

হিল ভয়েস, ১০ এপ্রিল ২০২৩, বান্দরবান: বান্দরবান জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী রোয়াংছড়ি সদর ইউনিয়নের খামতাং পাড়ায় সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্তৃক ৮ জন বম গ্রামবাসীকে গুলি করে হত্যার ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।

আজ সোমবার (১০ এপ্রিল) ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার এর স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ দাবি জানানো হয়।

রোয়াংছড়িতে সেনামদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ৮ জনকে গুলি করে নৃশংসভাবে হত্যা

বিবৃতির মাধ্যমে জানা যায়, গত শুক্রবার (৭ এপ্রিল) বান্দরবানের রোয়াংছড়ির খামতাংপাড়ায় বম জাতিসত্ত্বার ৮ (আট) জনের লাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক উদ্ধারের ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক ধূম্রজাল ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এহেন বিভ্রান্তির দ্রুত নিরসনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত মাননীয় সুপ্রীম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন।

বান্দরবানে ৮ হত্যাকান্ডের পর জনশূন্য বম ও খিয়াং পাড়া

এ বিবৃতিতে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য শান্তিচুক্তি অনতিবিলম্বে বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের জন্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন।