লালনের গানের উদ্ধৃতিদানের অভিযোগে শরীয়তপুরে সঞ্জয় রক্ষিতের গ্রেপ্তারে ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

0
82

হিল ভয়েস, ২৯ এপ্রিল ২০২৪, ঢাকা: ফেসবুক স্টোরিতে লালনের একটি গানের দুটি লাইন উল্লেখের অভিযোগে সঞ্জয় রক্ষিত নামের শরীয়তপুরের এক যুবককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ (২৯ এপ্রিল) পরিষদের তিন সভাপতি সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে বলেছেন, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’-এ বহুল প্রচারিত গানের দুটি লাইন ফেসবুক স্টোরিতে উল্লেখের কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসের কথিত অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের হরি নারায়ণ রক্ষিতের পুত্র সঞ্জয় রক্ষিতকে ভেদরগঞ্জ থানা কর্তৃপক্ষ কর্তৃক সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনা নিঃসন্দেহে রহস্যজনক ও নিন্দনীয়। এ কর্মকান্ডের মধ্য দিয়ে কার্যত এ আইনকে শুধু অপপ্রয়োগই করা হয়নি বাঙালীর শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতিকেও রুদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে।

এর জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের যারা দায়ী তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং গ্রেফতারকৃত সঞ্জয়কে অনতিবিলম্বে মুক্তির দাবি বিবৃতিতে জানানো হয়েছে।