আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস পুনর্গঠিত

0
108

হিল ভয়েস, ১ মে ২০২৪, বিশেষ প্রতিবেদক: আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি ও কার্যকরী সভাপতি হিসেবে যথাক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়েদুল মুক্তাদির চৌধুরী এমপিকে নির্বাচিত করা হয়।

অন্যান্যের মধ্যে ককাসের সদস্য হিসেবে রয়েছেন ফজলে হোসেন বাদশা, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বীর বাহাদুর, দীপংকর তালুকদার, পঙ্কজ দেবনাথ, এ্যারোমা দত্ত, উষাতন তালুকদার প্রমুখ বর্তমান ও সাবেক সাংসদবৃন্দ। এছাড়া ককাসের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে রাশেদ খান মেমন এমপিকে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. মেসবাহ কামাল প্রমুখ ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে. নবম জাতীয় সংসদ কালে সর্বপ্রথম আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস গঠন করা হয়। ককাসের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন রাশেদ খান মেনন এমপি।