লামায় ও মহালছড়িতে জুম্ম নারী ও কিশোরীকে ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে পিসিপি ও এইচডাব্লিউএফ

0
1129

হিল ভয়েস, ৪ সেপ্টেম্বর ২০২০, রাঙ্গামাটি: বান্দরবানের লামায় এক বিধবা জুম্ম নারী ও খাগড়াছড়ির মহালছড়িতে এক জুম্ম কিশোরীকে ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ)।

আজ (৪ সেপ্টেম্বর ২০২০) বিকালের দিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিলন কুসুম চাকমা স্বাক্ষরিত ও প্রেরিত এক বার্তায় দুই সংগঠনের যৌথ বিবৃতিতে এই দাবির কথা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, লামার ধর্ষণ ঘটনার মূল হোতা নুরুল হুদাকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনো পলাতক রয়েছে। অপরদিকে মহালছড়িতে সংঘটিত জুম্ম কিশোরীকে গণধর্ষণ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে কোন অগ্রগতি ঘটেনি ।

বিবৃতিতে আরও বলা হয়, একদিকে যেমন লামার ঘটনার এক আসামী গ্রেফতার হয়ে একটু স্বস্তির নিশ্বাস ফেলা সম্ভব হচ্ছে, অপরদিকে মহালছড়ি ঘটনার মূল আসামী আল আমিন সহ দুই ঘটনার বাকি আসামীরা গ্রেফতার না হাওয়ায় আমাদের উদ্বিগ্ন করে তুলছে। তাছাড়াও পার্বত্য চট্টগ্রামে সেটেলার কর্তৃক জুম্ম নারীদের উপর যৌন সহিংসতা, হত্যা, খুন ঘটনার বিচারহীনতার সংস্কৃতি আমাদের আইনের শাসনের প্রতি একটা আস্থাহীনতার ভাবনা তৈরী করে চলেছে।

এছাড়াও বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এর পক্ষ থেকে উভয় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারীদের নিরাপত্তা সহ অবিলম্বে ধর্ষণকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। একই সাথে মহালছড়িতে কিশোরী গণধর্ষণ ঘটনায় জড়িত অপরাধীদের পক্ষ নেয়ায় মহালছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান রতন কুমার শীলকে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত সহ বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য, ৩০ আগস্ট ২০২০ বান্দরবানের লামায় নূরুল হুদা নামে এক বাঙালি প্রেমিকের অভিনয় করে তার আরও ৫ জন সঙ্গী নিয়ে এক বিধবা ত্রিপুরা নারীকে (২৫ বছর) গণধর্ষণ করে। অপরদিকে ৩১ আগস্ট ২০২০ বিকাল আনুমানিক ৫:০০ টার দিকে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আল আমিন (২৪) এর নেতৃতে চার বাঙালি সেটেলার যুবক কর্তৃক রাতভর অষ্টম শ্রেণির ছাত্রী এক মারমা কিশোরী (১৪)-কে গণধর্ষণ করা হয়। পরদিন মহালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি রতন কুমার শীল এর নেতৃত্বে ও মধ্যস্থতায় আয়োজিত এক সালিশে ভিকটিমের পরিবারকে মাত্র ১০ হাজার টাকা দিয়ে জঘন্য ঘটনাটি মিটমাট করা হয়।