বরকলে স্বাস্থ্যসেবা বঞ্চিত তিন গ্রামের মানুষ, কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি

0
840

হিল ভয়েস, ৪ সেপ্টেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটির জেলার বরকল উপজেলায় দুর্গম ভূষণছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মরা অজ্জ্যাংছড়ি, ভূধছড়া, লুদিবাঁশছড়া গ্রামের লোকজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যসেবা পেতে দুর্গম পাহাড়ি অঞ্চলের এসব গ্রামের বাসিন্দারা কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ভূষণছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভূধছড়া, মরা অজ্জ্যাংছড়ি ও লুদিবাঁশছড়া- এই তিনটি গ্রামে সহস্রাধিক নারী-পুরুষের বসবাস। গ্রামের বেশির ভাগ মানুষ জুমচাষের ওপর নির্ভরশীল। শিক্ষা ক্ষেত্রেও তেমন অগ্রসর নয়। এমনকি স্বাস্থ্যসুরক্ষা বিষয়েও তারা সচেতন নয়।

আরও জানা যায়, রাঙামাটির বরকল উপজেলা সদর হাসপাতাল ছাড়া পার্শ্ববর্তী কোনো গ্রামে স্বাস্থ্যকেন্দ্র নেই। ছোট হরিণা বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও অনেক দূরে রয়েছে। বরকল উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। এতে আসা-যাওয়া করতে গেলে অনেক সময়ের ব্যাপার। কোনো গুরুতর অসুস্থ রোগী কিংবা অন্তঃসত্ত্বা রোগীর প্রাথমিক সেবার প্রয়োজন পড়লে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া কষ্টসাধ্য। তবে ভূধছড়া গ্রাম থেকে বরকল সদর স্বাস্থ্য কমপ্লেক্সের নৌপথে দূরত্ব প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এবং ভূষণছড়া ইউনিয়নের বড় অজ্জ্যাংছড়ি গ্রামের কমিউনিটি ক্লিনিকটি থেকে ভূধছড়া গ্রামটি প্রায় ১৫কিলোমিটার দূরত্বে রয়েছে। এসব কারণে ওই এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক প্রয়োজন বলে মনে করছেন গণ্যমান্য ব্যক্তিরা।

কয়েকজন গ্রামবাসী জানিয়েছেন, ভূষণছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিশেষ করে ভূধছড়া, মরা অজ্জ্যাংছড়ি, লুদিবাঁশছড়া, সুগুরিপাদা ও বৈরাগীপাড়া গ্রামে যেমন স্বাস্থ্যসেবার কোনো সুব্যবস্থা নেই, তেমনি নেই অন্য কোনো সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা। এতে অনেকের টাইফয়েড, ডায়রিয়াসহ নানা রোগের উপসর্গ দেখা দিলে রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তাই স্বাস্থ্যসেবা সহজতর করতে জনসাধারণ সরকারের কাছে কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি জানিয়েছে।

মরা উজ্জ্যাংছড়ি গ্রামের বাসিন্দা রিপা চাকমা জানান, গতবছর তাদের একটি ফুটফুটে শিশুর জন্ম হয়। জন্মের পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। অসুখের মাত্রা বেড়ে গেলে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় দেড়মাসের শিশুটি মারা যায়। তাদের মতে, আর কোনো শিশুকে যেন অকালে হারাতে না হয় সেজন্য এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক দরকার।

ভূষণছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার পাত্তর মনি চাকমা জানান, ভূষণছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় উজ্জ্যাংছড়ি গ্রামের কমিউনিটি ক্লিনিক ছাড়া আর কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। তাই ভূধছড়া গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হলে সবার জন্য কাজে আসবে।

বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর জানান, নিয়ম অনুযায়ী প্রতি ইউনিয়নে ৪টি কমিউনিটি ক্লিনিক থাকা দরকার। কিন্তু ভূষণছড়া ইউনিয়নে বর্তমানে কমিউনিটি ক্লিনিক ৩টি রয়েছে। তাই জনগণের কথা এবং দুর্গম এলাকার কথা বিবেচনা করে ভূধছড়া গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক খুবই প্রয়োজন বলে আমি মনেকরি। এটা এলাকাবাসীর সময়োপযোগী দাবি।