লংগদুতে সেনামদদপুষ্ট সন্ত্রাসীদের কর্তৃক এক পিসিজেএসএস কর্মী অপহৃত

0
738
ছবি: প্রতিকী

হিল ভয়েস, ১৯ মে ২০২২, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার ৪নং বগাচতর ইউনিয়ন এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর কর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ ১৯ মে ২০২২, রাত আনুমানিক ৯:০০ টার দিকে এই ঘটনা ঘটে।

অপহৃত ব্যক্তির নাম বিনয় প্রসাদ চাকমা (৫৫), পীং-মৃত বীর কুমার চাকমা, গ্রাম-চিবেরেগা, ৭নং ওয়ার্ড, বগাচতর ইউনিয়ন। তিনি পিসিজেএসএস’এর লংগদু থানা শাখার ভূমি ও আইন বিষয়ক সম্পাদক এবং লংগদু উপজেলার ১২নং গবছড়ি মৌজার একজন কার্বারি (গ্রাম প্রধান)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত আনুমানিক ৯:০০ টার দিকে সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের ৮ জনের একটি সশস্ত্র দল চারটি মোটর সাইকেলযোগে বগাচতর ইউনিয়নের চিবেরেগা গ্রামে বিনয় প্রসাদ চাকমার বাসায় আসে। তার বাসায় ঐ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ কয়েকজন অতিথিও উপস্থিত ছিলেন। তিনি একজন কার্বারি (গ্রাম প্রধান) হওয়ায় উন্নয়ন বোর্ডের এসব কর্মকর্তা তাঁর বাসায় এসেছিলেন। অতিথি ও বাড়ির অন্যান্য লোকদের সামনে থেকেই সন্ত্রাসীরা এসময় বিনয় প্রসাদ চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

সন্ত্রাসীরা বিনয় প্রসাদ চাকমাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ অন্যান্য অতিথিদের মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্রও ছিনিয়ে নিয়ে যায় বলে জানা যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কী কারণে বিনয় প্রসাদ চাকমাকে অপহরণ করা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।

এদিকে অপহরণের পর পরিবারের লোকজন গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে খবর পাওয়া গেছে।