রাঙ্গামাটি সরকারি কলেজে পিসিপি’র উদ্যোগে ত্রৈমাসিক দেয়াল পত্রিকা প্রকাশ প্রশংসিত

0
82

হিল ভয়েস, ৫ মে ২০২৪, রাঙ্গামাটি: আজ ৫ মে, রাঙ্গামাটি সরকারি কলেজে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে অনিয়মিত ত্রৈমাসিক দেয়ালিকা ‘সাংচিয়া’র উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হয়েছে। দেয়াল পত্রিকা প্রকাশের এই উদ্যোগটি শিক্ষক ও ছাত্র-ছাত্রী মহলের বেশ প্রশংসাও অর্জন করেছে।

উক্ত দেয়ালিকাটি ফিতা কেটে উদ্বোধন করেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। এছাড়াও দেয়ালিকা প্রকাশনা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা থোয়াইক্যজাই চাক, জেলা শাখাার সহসভাপতি খোকন চাকমা, সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কলেজ শাখার সভাপতি কবিতা চাকমা এবং পিসিপি’র কলেজ শাখার সভাপতি সুনীতি বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক সজল চাকমাসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া বলেন, দেয়ালিকা সৃজনশীলতার একটা নান্দনিক কার্যক্রম। আমাদের মনোজগতের যে বিষয়গুলো ঘুরপাক খায় তা লেখনী ও অংকনের মাধ্যমে ফুটিয়ে তুলি আমরা। শিক্ষার্থীরা বিভিন্ন লেখার মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেছে। পিসিপি’র দেয়ালিকা প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, গণহত্যা মানবতাবিরোধী কাজ। এটি ঘৃণ্য ও জঘন্য। গণহত্যাকে একজন প্রগতিশীল ব্যক্তি কখনো গ্রহণ করেন না। তিনি পার্বত্য চট্টগ্রামে সংগঠিত গণহত্যাগুলোর তীব্র নিন্দা জানান। তিনি আরও বলেন, পিসিপি অত্যন্ত সুশৃঙ্খল একটি ছাত্র সংগঠন এবং নেতৃত্বের চেইন অফ কমান্ড আছে। তাই তাদের কার্যক্রমগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে কলেজে পরিচালনা করে থাকে এবং শিক্ষার্থীরা তাদের প্রতি আস্থা রেখে এই ধরনের সৃজনশীল কার্যক্রমে এগিয়ে আসে।

রাঙ্গামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা বলেন, দেয়ালিকা একটা সৃজনশীলতার প্রকাশ। এর মাধ্যমে শিক্ষার্থীর মেধা প্রকাশ পায় এবং বিকাশ ঘটতে পারে। পিসিপি বরাবরই সুশৃঙ্খল ও প্রগতিশীল চিন্তার চর্চা রাখে। প্রকাশিত দেয়ালিকাটি সেই চিন্তার ফসল। শিক্ষার্থীদের মননশীল চর্চাকে অব্যাহত রাখায় পিসিপিকে ধন্যবাদ জানান তিনি।

পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থোয়াইক্যজাই চাক বলেন, একজন ছাত্রকে জ্ঞান লাভ করতে হলে তার মধ্যে প্রচুর আগ্রহ থাকতে হবে। যারা দেয়ালিকায় লিখেছেন তাদের সৃজনশীল শক্তি বিকাশ হবে। মানুষের মুখের ভাষা যেমন অস্ত্র তেমনি লেখাও একটা অস্ত্র। সভ্যতাকে এগিয়ে নিতে আমাদের সৃজনশীল হতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ, সমাজ ও জাতির জন্য কাজ করতে হবে। মানুষ সমাজবদ্ধ হয়ে বেঁচে থাকে। তাই সুশৃঙ্খল সমাজ গড়তে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে আড়াল করলে চলবে না। পার্বত্য চট্টগ্রামকে স্থিতিশীল রাখতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে। আদিবাসীদের মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করতে হবে। সেইজন্য ছাত্র সমাজকে আন্দোলনমুখী হতে হবে।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন উমংসিং মারমা। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উজাই মারমা। পিসিপি’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি কবিতা চাকমা। পরে দেয়ালিকা সম্পাদনা পরিষদের আহ্বায়ক বিশ্বজিৎ চাকমার সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাটি শেষ হয়।