রাবিতে শহীদ ছাত্রনেতা ক্যজাই মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত

0
261

হিল ভয়েস, ২৯ জুলাই ২০২৩, রাজশাহী: আজ ২৯ জুলাই ২০২৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যেকার পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি এবং ঐক্য ও সংহতি জোরদারকরণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), রাজশাহী মহানগর শাখা কর্তৃক “শহীদ ছাত্রনেতা ক্যজাই মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ” অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার সভাপতি জীনিচ চাকমা, সিনিয়র শিক্ষার্থী শোভন ত্রিপুরা, নিকেল ত্রিপুরা, সোহেল চাকমা সহ বিভিন্ন বর্ষে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে নিকেল ত্রিপুরা বলেন, রাবিতে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম খুবই জরুরি৷ তিনি পিসিপি’কে এ ধরনের কার্যক্রম গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জানান৷

শোভন ত্রিপুরা তার বক্তব্যে বলেন, একজন মানুষের শারীরিক – মানসিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলা অপরিহার্য একটি মাধ্যম৷ খেলাধুলার মাধ্যমে মানুষের সৃজনশীল মানসিকতার বিকাশ হয়৷ তিনি পিসিপি’কে এ ধরনের কার্যক্রমে ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরেক সিনিয়র শিক্ষার্থী সোহেল চাকমা বলেন, উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য যেমন অধ্যবসায়ের বিকল্প নেই ঠিক তেমনি আমাদের মাঝে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধির জন্য এ ধরনের ইভেন্টর গুরুত্ব অনেক বেশি৷ এ ধরনের ইভেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। তিনি শিক্ষার্থীদের শুধুমাত্র একাডেমিকভাবে সীমাবদ্ধ না থেকে নিজের যে উৎপত্তির শিকড় তার অস্তিত্ব রক্ষার্থে চিন্তা-ভাবনা এবং জাতির স্বার্থে কাজ করার আহ্বান জানান৷

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে, জীনিচ চাকমা বলেন,পার্বত্য চট্টগ্রামে যে ভিন্ন ভাষাভাষী আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যেকার পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্পর্ক বৃদ্ধি এবং ঐক্য ও সংহতি জোরদারকরণে পিসিপি তার প্রতিষ্ঠার পর থেকে কাজ করে আসছে৷ তারই অংশ হিসেবে পিসিপি প্রতিবছর নানা ধরনের কর্মপন্থা গ্রহণ করে থাকে। খেলাধুলা তার মধ্যে অন্যতম৷ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল আদিবাসী শিক্ষার্থীদের টুর্নামেন্টে স্বত:স্ফূর্তভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন৷

তিনি পরবর্তীতে পিসিপি’র যেকোনো কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যা-সহযোগিতায় পিসিপি সবসময়ই পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন৷

উল্লেখ্য যে, উক্ত টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাটলট (২০২০-২১) বনাম সূর্যশিখা (২০২১-২২) মুখোমুখি হয়৷ সাটলট ৩-১ গোলে সুর্যশিখা দলকে পরাজিত করে ফাইনাল খেলায় বিজয়ী হয়৷ পরে উভয় দলকে পুরস্কার প্রদানের মাধ্যেমে উক্ত টুর্নামেন্টের সমাপনী ঘোষণা করা হয়।