চবিতে শহীদ মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0
232

হিল ভয়েস, ৬ অক্টোবর ২০২৩, চট্টগ্রাম: আজ ৬ অক্টোবর ২০২৩ খ্রি: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত “শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুনার্মেন্ট -২০২৩” এর সমাপনী ও পুরষ্কার বিতরণী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ-সাধারণ সম্পাদক রুমেন চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি প্রত্যয় নাফাক, পাহাড়ী ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি বিনিময় চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি সঞ্জয় ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক চিংমং মারমা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নরেশ চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অন্তর চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সুমন চাকমা।

খেলার শুরুতে শহীদ ছাত্রনেতা মংসচিং মারমার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুমেন চাকমা বলেন, “শহীদ ছাত্রনেতা মংচসিং মারমার সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। আমরা একটি অঞ্চলের এক একজন প্রতিনিধি, আমরা যেখানেই যাই না কেন আমাদের লড়াই সংগ্রামের কথা মনে রাখতে হবে। আমাদের শোষণ বঞ্চনার কথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে।

প্রত্যয় নাফাক বলেন, “এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলো পাহাড় এবং সমতলের আদিবাসীদের ভ্রাতৃত্ববন্ধন সুদৃঢ় করা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কেবল খেলাধুলায় নয়, তাদের দেশের চলমান পরিস্থিতি এবং আমাদের জাতিসত্তা সমূহের অস্তিত্বের যে সংকট সে সম্পর্কে সচেতন থাকতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির ইতিহাস জানতে হবে।”

অনুষ্ঠানের সভাপতি নরেশ চাকমার বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

টুর্নামেন্টের এবারের আসরে মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিম তাজিংডং (১৮-১৯ সেশন) কে ২-১ গোলে পরাজিত করে টিম হিল ফোর্স (১৯-২০ সেশন) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন হিল ফোর্স এর খেলোয়াড় ফুংলিয়ান কাপ বম, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন হিল ফোর্সের পাকলাং ম্রো (গোলসংখ্যা-৬) এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন হিল ফোর্সের রবিন ত্রিপুরা।

উল্লেখ্য যে, ২০১২ সালের ২০ মে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র ও জনসমাবেশে যোগদান শেষে ফেরার পথে রাঙ্গামাটির কল্যাণপুরস্থ পেট্রোল পাম্পে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় ছাত্রনেতা মংচসিং মারমা সহ কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত অনেক জুম্ম শিক্ষার্থী আহত হন। মংচসিং মারমাকে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানোর দুইদিন পরে মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির স্মরণে ২০১২ সাল থেকে প্রতি বছর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে।