রাঙ্গামাটিতে আজ থেকে ড. আর এস দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শুরু

0
263

হিল ভয়েস, ১ মার্চ ২০২৪, রাঙ্গামাটি: পাহাড়ের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন সংগ্রামী ড. রামেন্দু শেখর দেওয়ান (ড. আর এস দেওয়ান) স্মরণে পার্বত্য জেলা রাঙ্গামাটি শহরে আজ থেকে ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শুরু হতে যাচ্ছে।

ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি-২০২৪-এর উদ্যোগে রাঙাপানি এলাকার কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

আজ বিকাল ৩ টায় কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে এই উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন রাঙ্গামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শ্রীমতি নিরুপা দেওয়ান। এছাড়া এতে সমাজের প্রগতিবাদী শিক্ষক, বুদ্ধিজীবী, প্রথাগত প্রতিষ্ঠান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মোনঘর এর শিক্ষার্থীদের ডিসপ্লে এবং রাঙাপানি এলাকার এক ঝাঁক নৃত্যশিল্পীর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে।

গত বছরও একই স্থানে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা তিন পার্বত্য জেলার ক্রীড়ামোদীদের ব্যাপক সমাদর লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বিকাল ৪ টায় টুর্নামেন্টের ১ম রাউন্ডের উদ্বোধনী খেলা শুরু হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী দল বনাম কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতি। এর পরের দিন থেকে বিকাল ৩টায় প্রথম রাউন্ডের আরও খেলা শুরু হবে প্রতিদিন দুটি করে।

প্রথম রাউন্ডের অন্যান্য খেলাগুলি হল- ২ মার্চ বিকাল ৩ টায় ওল্ড ইজ গোল্ড বনাম বরকল একাদশ, বিকাল ৪:৩০ টায় রংখ্রে ডং একাদশ বনাম র‌্যাপিড বুল এফসি; ৩ মার্চ বিকাল ৩ টায় মাস্টারপাড়া একাদশ বনাম বিলাইছড়ি রাইখ্যং একাদশ, বিকাল ৪:৩০ টায় চেঙ্গী একাদশ বনাম নুও আদাম একাদশ; ৪ মার্চ বিকাল ৩ টায় ঝগড়াবিল একাদশ বনাম আমছড়ি একাদশ, বিকাল ৪:৩০ টায় ডিয়ার পার্ক বনাম রাঙ্গাপানি একাদশ; ৫ মার্চ বিকাল ৩ টায় হাজাছড়ি ইয়ং স্টার বনাম কুতুকছড়ি একাদশ, বিকাল ৪:৩০ টায় কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতি বনাম র‌্যাপিড বুল এফসি; ৬ মার্চ বিকাল ৩ টায় বরকল একাদশ বনাম আমছড়ি একাদশ, বিকাল ৪:৩০ টায় নুও আদাম একাদশ বনাম ডিয়ার পার্ক; ৮ মার্চ বিকাল ৪:৩০ টায় ওল্ড ইজ গোল্ড বনাম ঝগড়াবিল একাদশ; ১০ মার্চ বিকাল ৩ টায় বিলাইছড়ি রাইখ্যং একাদশ বনাম হাজাছড়ি ইয়ং স্টার, বিকাল ৪:৩০ টায় চ. বি আদিবাসী দল বনাম রংখ্রে ডং একাদশ; ১১ মার্চ বিকাল ৩ টায় চেঙ্গী একাদশ বনাম রাঙ্গাপানি একাদশ, বিকাল ৪:৩০ টায় মাস্টারপাড়া একাদশ বনাম হাজাছড়ি ইয়ং স্টার; ১২ মার্চ বিকাল ৩ টায় বরকল একাদশ বনাম ঝগড়াবিল একাদশ, বিকাল ৪:৩০ টায় রংখ্রে ডং একাদশ বনাম কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতি; ১৩ মার্চ বিকাল ৩ টায় নুও আদাম একাদশ বনাম রাঙ্গাপানি একাদশ, বিকাল ৪:৩০ টায় বিলাইছড়ি রাইখ্যং একাদশ বনাম কুতুকছড়ি একাদশ; ১৪ মার্চ বিকাল ৩ টায় চেঙ্গী একাদশ বনাম ডিয়ার পার্ক, বিকাল ৪:৩০ টায় ওল্ড ইজ গোল্ড বনাম আমছড়ি একাদশ এবং ১৫ মার্চ বিকাল ৩ টায় মাস্টারপাড়া একাদশ বনাম কুতুকছড়ি একাদশ, বিকাল ৪:৩০ টায় চ. বি. আদিবাসী দল বনাম র‌্যাপিড বুল এফসি।

উল্লেখ্য, ড. রামেন্দু শেখর দেওয়ান ছিলেন পার্বত্য চট্টগ্রামের অন্যতম এক মেধাবী ব্যক্তিত্ব, অত্যন্ত সম্ভাবনাময় বিজ্ঞানী, জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকর প্রতিষ্ঠার আন্দোলনের আমৃত্যু আপোষহীন এক সংগ্রামী এবং বিশ্বের আদিবাসী মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার প্রচার আন্দোলনের এক পথিকৃৎ নেতা। জীবনের এক পর্যায়ে ব্যক্তিগত যাবতীয় সুখ-স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনের এক যুগসন্ধিক্ষণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে দায়িত্ব নেন তিনি, যে দায়িত্ব তিনি মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত প্রতিপালন করেন।

ছাত্রজীবনের শুরু থেকেই তিনি অসাধারণ মেধা ও উন্নত নৈতিক চরিত্রের পরিচয় দেন। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। এরপর ১৯৬৮ সালে বৃত্তি নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে কুইন এলিজাবেথ কলেজ থেকে চার বছরের এমফিল গবেষণার কাজ সমাপ্ত করেন এবং ১৯৮০ সালে লন্ডনের সালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডিএইচডি ডিগ্রী অর্জন করেন।

তাঁর জন্ম ১৭ জানুয়ারি ১৯৩২ সালে খাগড়াছড়ির খবংপজ্যা নামক গ্রামে। তাঁর পিতার নাম রমেশ চন্দ্র দেওয়ান ও মাতার নাম চন্দ্রমুখী দেওয়ান। তাঁর মৃত্যু হয় ২০২১ সালের ২৯ মার্চ, ৮৯ বছর বয়সে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে নিজের অ্যাপার্টমেন্টে। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, আন্তরিক, পরিশ্রমী, নৈতিক গুণাবলীসম্পন্ন, মানবিক ও মিতব্যয়ী। তাঁর দেশপ্রেম ও জাতিপ্রেম ছিল অতুলনীয়।