রাঙ্গামাটির জীবতলীতে সেনাবাহিনীর যৌথ অভিযান

0
564
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ২০ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি : রাঙ্গামাটির সদর উপজেলার অন্তর্গত জীবতলী ইউনিয়নে কাপ্তাই সেনা জোন ও গবঘোনা সেনা ক্যাম্প হতে বালুখালী ও মগবান ইউনিয়নে যৌথ টহল অভিযান চালানোর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৯ নভেম্বর) বিকাল ৩ টার সময় রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের কাপ্তাই সেনা জোন ও গবঘোনা সেনা ক্যাম্প হতে যৌথভাবে সুবেদার মো: সাইফুল এর নেতৃত্বে ১৮/২০ জনের একটি সেনাদল মগবান ইউনিয়নের দোগেইয়া পাড়ার জগনাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তল্পিতল্পাসহ এসে অবস্থান করে।

সেখান থেকে রাত্রে কাপ্তাই হ্রদ ও আশেপাশের এলাকায় টহল অভিযানসহ এলাকাবাসীদের বিভিন্ন হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ ও হুমকি প্রদান করে। পরদিন আজ (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় সেখান থেকে হেঁটে ক্যাম্পে চলে যায় বলে জানা যায়।

অন্যদিকে আজ সোমবার (২০ নভেম্বর) সকাল নয়টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের পাংখোয়া পাড়া সেনা ক্যাম্প হতে ৯ জনের একটি সেনা টহল দল লক্ষন্যা পাড়ায় এসে গ্রামের ঘরবাড়ী ও পরিবারের লোক সংখ্যার হিসাব নিয়ে গেছে বলে জানা গেছে।

রাঙ্গামাটি বালুখালীতে সেনাবাহিনীর ঝটিকা টহল অভিযান, হয়রানি

তাছাড়া সেনারা সন্ত্রাসী এসেছে কিনা? সন্ত্রাসী এলে আমাদেরকে খবর দিতে হবে, না দিলে তোমাদের সকলকে বেঁধে নিয়ে যাব ইত্যাদি হুমকিমূলক কতাবার্তা বলে ১১ টার দিকে ক্যাম্পে চলে যায়।

উল্লেখ্য, এনিয়ে গত এক সপ্তাহের মধ্যে রাঙ্গামাটির নান্যাচর, জুরাছড়ি, বিলাইছড়ি, ফারুয়া ও বালুখালীসহ আশেপাশের এলাকাগুলোতে সেনাবাহিনী ব্যাপক হয়রানিমূলক টহল অভিযান চালায় এবং এই অভিযান অব্যাহত রয়েছে। এতে ঐসব এলাকাসহ আশেপাশের আরো অনেক এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিলাইছড়ি ফারুয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান