বিলাইছড়ি ফারুয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান

0
674
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ১৯ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটির জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে ফারুয়া আর্মি ক্যাম্প এবং তক্তানালা আর্মি ক্যাম্প হতে রোয়াপাতাছড়া ও তক্তালানা উত্তর পাড়ায় সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সকাল ১১ ঘটিকার সময় ৩নং ফারুয়া ইউনিয়নের ফারুয়া আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন সিয়াফ-এর নেতৃত্বে ১৫ জনের একদল সেনাবাহিনী ও তক্তানালা ক্যাম্প হতে ১০ জনের আরেকদল সেনাবাহিনী মিলে যৌথ অভিযান চালায় রোয়াপাতাছড়া ও তক্তালানা উত্তর পাড়ায়।

সেনা সদস্যরা রোয়াপাতাছড়া এলাকায় পৌঁছার পর গ্রামবাসীদের কাছে মুনি তঞ্চঙ্গ্যা, কমল চাকমা ও মিতুন চাকমা নামে তিনজন গ্রামবাসীর নাম জিজ্ঞেস করেন। এই তিন জনের নাম ধরে সেনাসদস্যরা নানান তথ্য জিঙ্গাসাবাদ করেন স্থানীয় লোকজনদের কাছে।

এরপর সেনাসদস্যরা সেখান থেকে চলে যান তক্তানালা উত্তর পাড়ায়। সেখানে গিয়ে অনিল কুমার তঞ্চঙ্গ্যা (শান্ত) বাড়িতে যায়। বাড়িতে মানুষ না থাকায় আশেপাশে লোকেদের কাছে অনিল তঞ্চঙ্গ্যা সম্পর্কে নানান কথা জিঙ্গাসাবাদ করে।