বিলাইছড়িতে ডিজিএফআই কর্তৃক ৬ জন জুম্মকে মারধর

0
1911
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ১ ডিসেম্বর ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটির জেলার বিলাইছড়ি উপজেলা সদর বাজারে ডিজিএফআই সদস্য মোহাম্মদ সাখাওয়াত কর্তৃক বিনা কারণে ৬ জুম্ম ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

মারধরের শিকার ব্যক্তিরা হলেন- ১. স্বাধীন চাকমা, পীং- জোগাড় চাকমা, গ্রাম- দীঘলছড়ি, ২. আদর বাবু চাকমা, পীং- বালুক্কে চাকমা, গ্রাম- ডেবা মাধা, ৩. প্রিয় চাকমা, পীং- কামিনী রঞ্জন চাকমা, গ্রাম- ধপ্পেচর, ৪. প্রশান্ত চাকমা, পীং- অজ্ঞাত, গ্রাম- ধপ্পেচর, ৫.কাঞ্চন তঞ্চঙ্গ্যা, পীং- বাবন তঞ্চঙ্গ্যা, গ্রাম- দীঘলছড়ি, ৬. নোহেল চাকমা, পীং-মরচ চাকমা, গ্রাম- ধপ্পেচর। তারা সবাই ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় উক্ত মারধরের শিকার ব্যক্তিরা যাত্রী ভাড়ার জন্য বিলাইছড়ি সদর বাজারে অপেক্ষা করছিলেন এবং মোটর সাইকেলের উপর বসে নানাবিধ বিষয় নিয়ে গল্প করছিল।

এমন সময় ডিজিএফআই সদস্য মোহাম্মদ সাখাওয়াত কোন কথাবার্তা ছাড়াই তাদের উপর চড়াও হয় এবং বেধরক মারধর করতে থাকেন।

তাদেরকে কি কারণে মারধর করা হচ্ছে জানতে চাইলেও কোন প্রতি উত্তর না দিয়ে মারধর করতে থাকেন।

তাদেরকে ঠিক কি কারণে মারধর করা হয়েছে তারা নিজেও জানেন না।