বরকলে এমএন লারমার ৪০তম মৃত্যুবার্ষিকীতে শহীদদের শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা

0
261

হিল ভয়েস, ১০ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি : আজ ১০ নভেম্বর ২০২৩ বরকল উপজেলায় জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত মহান বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। বরকল উপজেলা সদর সহ উপজেলার আইমাছড়া ইউনিয়ন শাখার কমপক্ষে ২০টি গ্রামে ও  বড়হরিণা, বরকল, ভুষন ছড়া, সুবলং ইউনিয়ন শাখায়  একযোগে শোক দিবসটি পালন করা হয়।

সকালে প্রভাতফেরি মধ্য দিয়ে ফুলের শ্রদ্ধাঞ্জলি ও শোক সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

বরকল পিসিপি থানা শাখার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বরকল পিসিপি থানা শাখার সভাপতি মিন্টু চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরকল উপজেলার উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, অবসর প্রাপ্ত শিক্ষক অপুর মিত্র চাকমা সহ পিসিপি, জনসংহতি সমিতি, মহিলা সমিতি, হিল ইউমেন্স ফেডারেশনের নেতা-নেতৃবৃন্দরা। সভার চঞ্চলা করেন বরককল পিসিপির সহ-সভাপতি ইলেন চাকমা।

অন্যদিকে, জনসংহতি সমিতির ৫টি গ্রাম কমিটির উদ্যোগে ৬টি গ্রাম এতত্রিত হয়ে বেগেনাছড়ি বৌদ্ধ বিহারে মহান নেতার ৪০তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালন  ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গ্রামগুলো হল- বেগেনাছড়ি, বাঙ্গাল বাস্যা, পূর্ব  কদম তুলি, পশ্চিম কদম তুলি, দেওয়ান চর, ঢাক ভাঙ্গা।

সভায় রতন চাকমা সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অনঢ় চাকমা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জন চাকমা। এতে সঞ্চালনা করেন করুনাশীষ তালুকদার এবং শোক প্রস্তাব পাঠ করেন কিরন বিকাশ চাকমা।