নওগাঁয় সংখ্যালঘু নাবালিকা স্কুলছাত্রী অপহরন, থানায় মামলা

0
926
ছবি : প্রতীকি

হিল ভয়েস, ১২ সেপ্টেম্বর ২০২০, নওগাঁ: নওগাঁ সদরের মধ্যদূর্গাপুর গ্রামের পল্লবী রানী (১৩) নামে সংখ্যালঘু নাবালিকা এক স্কুলছাত্রীকে অপহরন করা হয়েছে। মহাদেবপুর উপজেলার হরশি গ্রামের মোতাহার হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২১) তাকে অপহরন করে।

গত ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার সন্ধ্যায় এব্যাপারে অপহৃতার মা সবিতা কবিরাজ বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করেছেন। অপহৃতা পল্লবী ওই গ্রামের বাবলু কবিরাজের মেয়ে এবং সপ্তম শ্রেনীর ছাত্রী।

জানা গেছে, হরশি গ্রামের উক্ত সাজ্জাদ হোসেন মধ্যদূর্গাপুর গ্রামে নান্নু-মুন্নুর বাগান বাড়িতে লেবারের কাজ করতো। সে পাশের দরিদ্র হিন্দু পরিবারের নাবালিকা স্কুল ছাত্রী পল্লবী (১৩) কে প্রায় উত্যক্ত করতো। একপর্যায়ে মঙ্গলবার তাকে ফুসলিয়ে অপহরন করে নিয়ে যায়।

এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) ফায়সাল বিন আহসান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্র: জনকণ্ঠ