উল্লাপাড়ায় আদিবাসীদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
745

হিল ভয়েস, ১৩ সেপ্টেম্বর ২০২০, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চৈত্রহাটী গ্রামের শ্রী শ্রী জগদীশ্বরী মাতার মন্দিরে দুধর্ষ চুরি, মন্দির ভাংচুর, বিগ্রহ চুরির চেষ্টা, ভূমিদস্যু কর্তৃক মন্দিরের জায়গা-জমি বেদখল, আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের নামে মিথ্যা মামলা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদ উল্লাপাড়া কমিটির উদ্যোগে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১:০০ টায় বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ উল্লাপাড়া উপজেলা আহ্বায়ক সুশীল মাহাতো’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রমানাথ মাহাতো, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, নাটোর জেলা সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায় (মুন্ডা), পাবনা জেলা সাধারণ সম্পাদক আশিক বানিয়াস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপকি নকুল পাহান,  সিপিবি সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপল্লাপাড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক রামকৃষ্ণ অধিকারী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে দফায় দফায় নির্যাতন, নিপীড়নের ফলে চৈত্রহাটী গ্রামের আদিবাসীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। সেখানকার আদিবাসীদের (মুন্ডা) নিরাপত্তা বিধান সহ নির্যাতন-নিপীড়নের বিচার, আদিবাসীদের নামে মিথ্যা মামলার প্রত্যাহার এবং ভূমি বেদখলের সাথে জড়িত ভূমিদস্যুদের বিচারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল শ্যামলীপাড়া বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।