জুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ জুম্ম গ্রামবাসী আটক

0
898
ছবি : প্রতীকী

হিল ভয়েস, ১৪ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়ন এলাকা থেকে দুই নিরীহ জুম্ম গ্রামবাসী আটক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আটককৃত ব্যক্তিরা হলেন- তুহিন চাকমা (২৮), পীং-ধন কুমার চাকমা, গ্রাম-পেকপাড়া ও অমর চান চাকমা (৩৫), পীং-গুনোচন্দ্র চাকমা, গ্রাম-পেকপাড়া। জানা গেছে, তুহিন চাকমা নিরীহ এক গ্রামবাসী এবং নিজের গ্রামে টিউশানি করেন। অপরদিকে, কিছুদিন আগে সেনাবাহিনীর একটি দল অমর চান চাকমাকে একবার জুরাছড়ি সেনা জোনে ধরে নিয়ে যায় এবং ছেড়েও দিয়েছিল। অমর চান চাকমার কোনো অপরাধ ছিল না।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৩ আগস্ট ২০২১, রাত আনুমানিক ৮:৩০ টার দিকে জুরাছড়ি সেনা জোনের অধীন চিলেতলী এলাকায় নতুন স্থাপিত সিমেইগাজ চুগ আইমাছড়া সেনা ক্যাম্প থেকে জনৈক ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে আনুমানিক ১২ জনের একটি সেনাদল জুরাছড়ি ইউনিয়নের পেকপাড়া গ্রামে যায়। এসময় সেনা সদস্যরা তুহিন চাকমা ও অমর চান চাকমাকে আটক করে।

জানা গেছে, এরপর সেনাদলটি দুই গ্রামবাসীকে পেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গিয়ে আটক করে রাখে। পরে সেনাদলটি জানায় যে, এলাকার হেডম্যান ও কার্বারি যদি সরাসরি এসে আটককৃতদের নিয়ে না যায়, তাহলে তাদেরকে মেরে ফেলা হবে।

এদিকে সেনাবাহিনী কর্তৃক এভাবে নিরীহ মানুষকে আটক করা এবং হুমকিমূলক কথা বলায় এলাকার মুরুব্বি ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আটককৃত ব্যক্তিদের আত্মীয়স্বজন গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী আটককৃত ব্যক্তিদের ছেড়ে দেয়নি।