রাজস্থলীতে মগ পার্টি সন্ত্রাসীরা ব্যাপক মারধর ও মুক্তিপণ আদায় করে জুম্ম ব্যবসায়ীকে মুক্তি দিয়েছে

0
1383

হিল ভয়েস, ১৩ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার থেকে বাংলাদেশ সেনাবাহিনী মদদপুষ্ট মারমা ন্যাশনাল পার্টি (মগ পার্টি) এর সশস্ত্র সন্ত্রাসীরা তাদের দ্বারা অপহৃত নিরীহ জুম্ম কাঠ ব্যবসায়ীকে ব্যাপক মারধর ও মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ ১৩ আগস্ট ২০২১ সকাল আনুমানিক ১০:০০ টার দিকে মগ পার্টি সন্ত্রাসীরা অপহৃত কাঠ ব্যবসায়ী বানু মারমা সুমি (২৯), পীং-সুইমংচিং মারমা-কে ৩ লক্ষ টাকার বিনিময়ে তার পিতা-মাতার জিম্মায় ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। মগ পার্টি সন্ত্রাসীরা বানু মারমা সুমিকে ব্যাপক মারধর করেছে বলে জানা যায়। ফলে মারধরের ফলে জখম বানু মারমা সুমিকে আজ চিকিৎসার জন্য রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট ২০২১ বিকাল ৩:০০ টার দিকে মগ পার্টি সন্ত্রাসীরা বানু মারমা সুমিকে রাজস্থলী বাজার থেকে অপহরণ করে নিয়ে যায়। বানু মারমা সুমির বাড়ি পার্শ্ববর্তী কাপ্তাই উপজেলাধীন চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন বুধবার রাজস্থলী বাজারের হাটের দিন। বানু মারমা সুমি রাজস্থলী বাজারে যান। বিকাল আনুমানিক ৩:০০ টার দিকে সবুজ মারমা ও মংক্যচিং মারমার নেতৃত্বে মগ পার্টির সন্ত্রাসীদের একটি দল বাজার এলাকা থেকে বানু মারমা সুমিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়া এলাকার দিকে অপহরণ করে নিয়ে যায়।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামীলীগের মদদে এবং আশ্রয়-প্রশ্রয়ে মগ পার্টির সন্ত্রাসীরা পোয়াইতু পাড়ায় ঘাঁটি গেড়ে অবস্থান করছে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। সেখান থেকেই দীর্ঘদিন ধরে মগ পার্টির সন্ত্রাসীরা আশেপাশের জুম্ম এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকান্ড ঘটিয়ে থাকে।