জুরাছড়িতে আবারও সেনা অভিযান শুরু

0
416
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ৬ ডিসেম্বর ২০২৩, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার লুলাংছড়ি সেনা ক্যাম্পের জনৈক ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে আবারও জুরাছড়িতে সেনা অভিযান শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (৬ ডিসেম্বর) জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া জোনের অধীন লুলাংছড়ি সেনা ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ পিরোজ এর নেতৃত্বে ২০ জনের একটি সেনাদল রান্নার সরঞ্জামসহ বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় ১৩৩নং জুরাছড়ি মৌজার ১নং জুরাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ললিত কার্বারির উঠানে অবস্থান করছে বলে জানা যায়।

ঠিক কি কারণে এই সেনা অভিযান তার বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য , এর আগেও গত ২৮ নভেম্বর জুরাছড়ি বনযোগীছড়া জোনের অধীনে লুলাংছড়ি সেনা জোনের ওয়ারেন্ট অফিসার রবিউল এর নেতৃত্বে ১নং জুরাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পজু আদাম এলাকায় হয়রানিমূলক টহল অভিযান চালায়। একই দিনে  একই জোনের অধীনে ফকিরাছড়ি সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আনোয়ারের নেতৃত্বে ৪নং দুমদুম্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কান্ডেবছড়া নামক এলাকায় হয়রানিমূলক টহল অভিযান চালায়।

জুরাছড়িতে ব্যাপক সেনা অভিযান