জুরাছড়িতে ব্যাপক সেনা অভিযান

0
570
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ২৮ নভেম্বর ২০২৩, জুরাছড়ি : রাঙ্গামাটির জেলার অন্তর্গত জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক সেনা অভিযানের খবর পাওয়া গেছে। এতে অত্র এলাকাবাসীর জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ (২৮ নভেম্বর)  রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলাধীন বনযোগীছড়া সেনা জোনের অধীনে, লুলাংছড়ি সেনা ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার রবিউল এর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সেনাদল ১নং জুরাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পজুআদাম এলাকায় গিয়ে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।

একই জোনের অধীনে ফকিরাছড়ি সেনা ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার আনোয়ারের নেতৃত্বে আরও ২০/২২ জনের একটি সেনাদল আজ (২৮ নভেম্বর) ৪নং দুমদুম্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কান্ডেবছড়া নামক এলাকায় গিয়ে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে, একই জোনের জোন সদর হতে ১নং জুরাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডে জনৈক ক্যাপ্টেন এর নেতৃত্বে ২০/২৫ জনের একটি সেনাদল আমতুলি নামক এলাকায় গিয়ে অবস্থান করছে বলে জানা যায়।

এতে অত্র এলাকার জনমনে ব্যাপক ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়।