কেরানীগঞ্জের কাজীরগাঁওয়ে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা: ঐক্য পরিষদের পরিদর্শন

0
288

হিল ভয়েস, ৭ ডিসেম্বর ২০২৩, ঢাকা : ঢাকার অদূরবর্তী কেরানীগঞ্জ উপজেলার কাজীরগাঁওয়ে নামযজ্ঞ ও বৈষ্ণব মহোৎসব চলাকালে একদল সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলায় শুধু লণ্ডভণ্ড হয়নি, এতে প্রায় ৮ জন ভক্ত গুরুতররূপে আহত হয়েছে, মহিলাদের শ্লীলতাহানী করা হয়েছে, অনেকের হাতের শাঁখা জোর করে ভেঙ্গে ফেলা হয়েছে।

আজ (৭ ডিসেম্বর) হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় সংগঠনটি।

আহতদের মধ্যে কোকিল মণ্ডল ও সঞ্জয় মণ্ডলকে চিকিৎসার জন্যে দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়। হত্যার উদ্দেশ্যে কোকিল মণ্ডলের মাথায় ধারালো চাপাতি দিয়ে এবং সঞ্জয় মণ্ডলের বাম হাতের পাতায় কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ১ ডিসেম্বর আনুমানিক বেলা ২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে একই গ্রামের অলি, মকবুল, হাছান এবং কুমলিভিটা গ্রামের কুদ্দুস, সানিসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন জড়িত ছিল।

ঘটনার পরদিন এ অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মারফত জানা যায়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দুই সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল গতকাল (৬ ডিসেম্বর) বিকেলে অকুস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ খবর নেন। প্রতিনিধিদলে ছিলেন- পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। স্থানীয় ঐক্য পরিষদের সভাপতি মদন মোহন সরকার প্রতিনিধিদলের সাথে ছিলেন।

ঐক্য পরিষদের নেতারা অকুস্থল সফর করে এসে এক বিবৃতিতে বলেন, সারাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের নামযজ্ঞ অনুষ্ঠান ও উৎসব প্রতিবছরের মত এবারও শুরু রয়েছে এবং আগামী মার্চ মাস পর্যন্ত তা অব্যাহত থাকার কথা রয়েছে । দ্বাদশ জাতীয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক মহলবিশেষের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর নীল নকশার অংশ হিসেবে এসব ধর্মীয় উৎসবে আক্রমণ পরিচালনার আশঙ্কা বিদ্যমান। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও সরকারের আশু দৃষ্টি তাঁরা কামনা করেছেন।