জুম্ম জাতির ক্রান্তিলগ্নে মহান নেতার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে: রাঙ্গামাটিতে পিসিপি’র সভায় নেতৃবৃন্দ

0
564

হিল ভয়েস, ১৫ সেপ্টেম্বর ২০২২, রাঙ্গামাটি: আজ পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণকারী মহান বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পিসিপি’র রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম্রানুচিং মারমা প্রমুখ।

আলোচনা সভায় মহান নেতা এম এন লারমার সংগ্রামী জীবন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, বর্তমানে জুম্ম জাতির জাতীয় অস্তিত্ব ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। এই ক্রান্তিলগ্নে ছাত্র ও যুব সমাজকে আরো দৃঢ় ভাবে মহান এই নেতার নীতি, আদর্শ এবং তাঁর দর্শন ধারণ করে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমার যে রাজনৈতিক ও সামাজিক জীবন এবং মেহনতি মানুষের হয়ে যে জীবনভর সংগ্রাম করেছেন তারই আলোকপাত করেন।