সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থাযী ফোরামের ২৩তম অধিবেশন

0
271

হিল ভয়েস, ১৫ এপ্রিল ২০২৪, আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (১৫ এপ্রিল) থেকে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তরে শুরু হচ্ছে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৩তম অধিবেশন। নিউইয়র্ক সময় সকাল ১১:০০ ঘটিকায় (বাংলাদেশ সময় রাত ৯:০০ ঘটিকায়) অনুষ্ঠিত হবে ২৩তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান।

১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এই অধিবেশন। এবারের ২৩তম অধিবেশনের মূল প্রতিপ্রাদ্য বিষয় হচ্ছে “আদিবাসীদের অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণাপত্রের প্রেক্ষাপটে আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধিকার ত্বরান্বিতকরণ: আদিবাসী যুবদের কণ্ঠ জোরালোকরণ”।

এই অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন প্রীতিবিন্দু চাকমা ও চঞ্চনা চাকমা। এছাড়া কানাডা থেকে অগাষ্টিনা চাকমা ও যুক্তরাষ্ট্র থেকে মনোজিত্‌ চাকমা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে চন্দ্রা ত্রিপুরা, টনি চিরান, রাজকুমারী আয়েত্রী রায়, তৈসা ত্রিপুরা প্রমুখ আদিবাসী প্রতিনিধিরা যোগ দেবেন বলে জানা গেছে।

প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ সরকারের একদল প্রতিনিধি যোগদান করছেন। প্রতিনিধিদলের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে, জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের একটি উচ্চ-স্তরের উপদেষ্টা সংস্থা। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকার সম্পর্কিত আদিবাসী সমস্যাগুলি মোকাবেলা করার জন্য ২০০০/২২ রেজোলিউশনের মাধ্যমে ফোরামটি ২৮ জুলাই ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রতি বছর জাতিসংঘের সদরদপ্তরে সাধারণত দুই সপ্তাহ ব্যাপী এই ফোরামের অধিবেশন অনুষ্ঠিত হয় এপ্রিল মাসে। এই অধিবেশনে আদিবাসী প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করে থাকে। এছাড়া সরকারের প্রতিনিধি, জাতিসংঘের বিশেষায়িত সংস্থার প্রতিনিধি, একাডেমিক, মানবাধিকার কর্মীরা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করে থাকে।