চট্টগ্রামে পাহাড়ী শ্রমিক ফোরামের উদ্যোগে এম এন লারমা’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

0
313

হিল ভয়েস, ১৬ সেপ্টেম্বর ২০২২, চট্টগ্রাম: গতকাল বিকেলে চট্টগ্রাম বন্দর এলাকায় পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের উদ্যোগে মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অমর কৃষ্ণ চাকমা বাবু’র সভাপতিত্বে এবং শ্রমিক কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি চাকমা’র সঞ্চালনায় আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের সহসভাপতি অনিল বিকাশ চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদেও চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি থোয়াইক্য জাই চাক, পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের সাংগঠনিক সম্পাদক জিসন চাকমা, সহ সাংগঠনিক সম্পাদক সন্তোষ বিকাশ চাকমা ও আদিবাসী মহিলা ফোরাম এর সহসভাপতি রুনা চাকমা।

বক্তারা বলেন, এন এন লারমা সমগ্র শোষিত নিপীড়িত মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। জুম্ম জনগণকে লড়াই করার অনুপ্রেরণা যুগিয়েছেন। সেই শিক্ষা নিয়ে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্য ও সংহতি গড়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য ইস্পাত কঠিন আন্দোলনে সামিল হতে হবে। অন্যথায় জুম্ম জনগণের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে।

সভাপতির বক্তব্যে অমর কৃষ্ণ চাকমা বাবু বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ের জুম্ম জনগণ শ্বাসরুদ্ধকর অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এমন বাস্তবতায় সবাইকে চুক্তি বাস্তবায়নের আন্দোলনে সামিল হওয়ার আহবান জানান তিনি।