চলতি মাসেই প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল

0
175

হিল ভয়েস, ৬ অক্টোবর ২০২৩, ঢাকা: সম্প্রতি সরকারি দল কর্তৃক প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, রংপুর, গাইবান্ধা, ফেণী, ঝিনাইদহ, সাতক্ষীরা, সুনামগঞ্জ, খুলনা, পিরোজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ বাংলাদেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল করে।

আজ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুষ্ঠানের কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিকেল ৪.০০টায় অনুষ্ঠিত মিছিল-পূর্ব সমাবেশে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিগত ২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত গণঅনশন ও গণঅবস্থান চলাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান জনাব কবির বিন আনোয়ার জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারসমূহ বাস্তবায়নে যে অঙ্গীকার করেছিলেন তা চলতি অক্টোবর মাসেই যথাযথ বাস্তবায়ন করে সংখ্যালঘু জনমনে আস্থার ভাব তৈরীর জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে। সভায় ঐক্য পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

ড. নিমচন্দ্র ভৌমিক এই সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, এ্যাড. রাণা দাশগুপ্ত, মনীন্দ্র কুমার নাথ, এ্যাড. শ্যামল কুমার রায়, এ্যাড. কিশোর রঞ্জন মন্ডল, লায়ন চিত্ত রঞ্জন দাস, এ্যাড. অনুপ কুমার সাহা, হৃদয় গুপ্ত, দিপালী চক্রবর্তী, ব্যারিস্টার তাপস বল প্রমুখ।