কোভিড-১৯ ঠেকাতে সাধারণ ছুটি বাড়ল ১৬ মে পর্যন্ত

0
658

হিল ভয়েস, ৪ মে ২০২০, ঢাকাকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সরকারি-বেসরকারি অফিসে চলমান সাধারণ ছুটির ৬ষ্ঠ দফায় মেয়াদ আগামী ১৬ মে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ ৪ মে ২০২০ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ছুটি বাড়ানো হলেও পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন ও ইন্টারনেটের মতো জরুরি সেবা চলমান থাকবে।

গত ২৩ এপ্রিল ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়ে সরকার বলেছিল, কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ও রপ্তানিমুখী প্রতিষ্ঠান খুলতে পারবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল ও পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

সরকারি ভাষায় এই ‘ছুটি’ বাড়ানোর উদ্যোগের কারণ ব্যাখ্যা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘যেহেতু সংক্রমণ বাড়ছে এই পরিস্থিতিতে অফিস আদালত চালু করা যাবে না। ছুটি আমাদের বাড়াতেই হবে।’

পাশাপাশি সবাইকে যার যার বাড়িতে থাকতে হবে। বিশ্বের আরও অনেক দেশের মতো বাংলাদেশের ১৭ কোটি মানুষও ঘরবন্দী হয়ে পড়ে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ মার্চ থেকেই বন্ধ রাখা হয়েছে। ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাস মহামারীর কারণে।