৪ জুম্ম গ্রামবাসীর জায়গা দখল করে সেনা ক্যাম্প স্থাপন

0
1646
ছবি: সাজেকের কল্প কার্বারী পাড়ায় ক্যাম্পের জন্য নির্মাণাধীন সেমি-পাক্কা গৃহ

হিল ভয়েস, ১ অক্টোবর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের মাসালং এলাকার ৯নং কল্প কার্বারী পাড়ায় চার আদিবাসী জুম্ম পরিবারের জায়গা দখল করে বাগেরহাট জোনের ১২ ইষ্ট বেঙ্গল সেনা কর্তৃক নতুন সেনা ক্যাম্পের জন্য সেমি-পাক্কা গৃহ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পটি কয়েক মাস আগে স্থাপন করা হয়েছে। তবে বর্তমানে পরিনয় কার্বারীর ছেলে রুপায়ন চাকমা, মৃত ধীরেরন চাকমার ছেলে সুমন চাকমা, অন্দর শিং চাকমার ছেলে আলো কার্বারী এবং কান্যারাম চাকমার ছেলে অমলেন্দ্র চাকমা নামে ৪ জন জুম্ম গ্রামবাসীর জমি দখল করে ক্যাম্পের জন্য সেমি-পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিধান লঙ্ঘন করে সরকার গত বছর (২০১৯) তিনটি নতুন ক্যাম্প এবং এ বছর (২০২০) আরো তিনটি নতুন ক্যাম্প স্থাপন করেছে। এছাড়া পার্বত্য ব্যাটালিয়ন নামে র‍্যাবের একটি ব্যাটিলিয়নও গঠন করা হয়েছে। রাঙ্গামাটি সদর উপজেলার মগবান এলাকায় র‍্যাবের ক্যাম্প স্থাপন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে লঙ্ঘন করে ২০০১ সালে শেখ হাসিনা সরকার ‘অপারেশন উত্তরণ’ নামে পার্বত্য চট্টগ্রামে এক প্রকার সেনাশাসন জারি করে। উক্ত অপারেশনের ক্ষমতা বলে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সাধারণ প্রশাসন, আইন-শৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনাসহ সকল বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে এবং পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালিয়ে অবৈধ গ্রেফতার, মারধর, ঘরবাড়ি তল্লাসীসহ জুম্ম জনগণের উপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিসহ জুম্ম জনগণের অধিকার আদায়ে আন্দোলনরত সংগঠন ও ব্যক্তিবর্গকে ‘সন্ত্রাসী’, ‘চাঁদাবাজ’, ‘অস্ত্রধারী’ ইত্যাদি আখ্যায়িত করে জুম্ম জনগণের উপর সেনাবাহিনী নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।