ট্রাইবাল হেলথ কর্মসূচির আওতায় ১৭ জেলা

0
766

হিল ভয়েস, ১ অক্টোবর ২০২০, ঢাকা: দেশের আদিবাসীদের (সরকারি ভাষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) মূলধারার স্বাস্থ্যসেবায় আনতে ‘ট্রাইবাল হেলথ কার্যক্রম’ নামে বিশেষ ও আলাদা স্বাস্থ্যসেবা কর্মকাণ্ড বাস্তবায়ন করছে সরকার। স্বাস্থ্য অধিদফতর এ কার্যক্রম পরিচালনা করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে দেশের সংশ্লিষ্ট মোট ১৭ জেলা।

জানা যায় যে, পার্বত্য এলাকাসহ দেশের বিভিন্ন সমতল ও উপকূলীয় অঞ্চলের জাতিগত সংখ্যালঘু আদিবাসী লোকদের মূলধারার স্বাস্থ্যসেবায় আনতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলাভিত্তিক আলাদা কর্মকৌশল প্রণয়নসহ তা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে সরকার।

এ কর্মকৌশলের মধ্য দিয়ে ট্রাইবাল হেলথ কার্যক্রম বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সমতল ও উপকূলীয় জেলা ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা হবে।

কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতর, দাতা সংস্থা, এনজিও, স্থানীয় নেতা, ধর্মীয় নেতা, প্রথাগত উপশমকারী, স্কুলশিক্ষক ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে। কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট ১৭ জেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব জেলা হচ্ছে- রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, দিনাজপুর, পটুয়াখালী, টাঙ্গাইল, সিলেট ও মৌলভীবাজার।