হিন্দু সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান কান্তজী মন্দিরের অস্তিত্ব রক্ষায় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা

0
247

হিল ভয়েস, ২৩ মার্চ ২০২৪, ঢাকা: পুরাকীর্তি সমৃদ্ধ হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান দিনাজপুরের ঐতিহাসিক কান্তজী মন্দিরের দেবোত্তর ভূমিতে অবৈধভাবে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

পরিষদের সভাপতিত্রয় প্রাক্তন সংসদ সদস্য ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা কর্তৃক কান্তজী মন্দিরের দেবোত্তর ভূমিতে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এই অবৈধ কাজের প্রধান উদ্যোক্তা হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা আরও বলেন, সংসদ সদস্য ও জেলা প্রশাসক সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী এই অপচেষ্টার সাথে নিজেদেরকে যুক্ত করে জাতি ও দেশের ভাবমূর্তি বিনষ্টের ঘৃণ্য অপপ্রয়াসে লিপ্ত হয়েছেন যা নিঃসন্দেহে দেশের শান্তি শৃঙ্খলার পরিপন্থী।

পরিষদ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিতকরণে কান্তজী মন্দিরের পবিত্রতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছে।

আজ (২৩ মার্চ) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিম-লীর সদস্য কাজল দেবনাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক এই বিবৃতিদানের কথা জানানো হয়েছে।