সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী কর্তৃক বান্দরবানে ও কাপ্তাইয়ে দুই নিরীহ ব্যক্তিকে গুলি করে হত্যা

0
872

হিল ভয়েস, ১১ অক্টোবর ২০২০, বান্দরবান: পৃথক দু’টি ঘটনায় সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক বান্দরবান সদর উপজেলার বাঘমারা ইউনিয়নের জামছড়ি এলাকার একজন পল্লী চিকিৎসককে এবং রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় একজন মোটর সাইকেল চালককে গুলি করে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে।

বান্দরবানে এক পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

বান্দরবান সদর উপজেলার বাঘমারা ইউনিয়নের জামছড়ি এলাকার একজন পল্লী চিকিৎসককে দোকান থেকে বাইরে বের করে সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থীরা গুলি করে হত্যা করে। নিহত ব্যাক্তি বাচমং মারমা (৩৮), পীং চৈঞ্যাই মারমা জামছড়ি বাজারে পল্লী চিকিৎসকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১০ অক্টোবর ২০২০ শুক্রবার সন্ধ্যা ৬:৩০ টার দিকে বাচমং মারমা সদর উপজেলার জামছড়ি বাজারের একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় ৬-৭ জনের সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি গ্রুপ তাকে দোকান থেকে বের করে গুলি করে। এসময় সে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় সূত্র আরো জানা গেছে যে, জমি সংক্রান্ত বিরোধের কারণে উক্ত হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে। কেননা যার সাথে বাচমং মারমার জমি সংক্রান্ত বিরোধ চলছে সেই পরিবারের একজন সক্রিয়ভাবে সংস্কারে কাজ করছে। সংস্কারপন্থীদের অন্যতম হোতা মালেক বোম ও উবামং মারমা তাকে সহায়তা করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রামবাসী জানিয়েছেন।

কাপ্তাইয়ে একজন মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা

আজ ১১ অক্টোবর ২০২০ শনিবার সকাল ৬:১৫ ঘটিকায় সেনা-সমর্থিত সংস্কারপন্থী কর্তৃক কাপ্তাই উপজেলার কারিগর পাড়া বাজারে মোটরসাইকেল চালক দুর্জয় তঞ্চঙ্গ্যাকে (৩৬) প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, আবু কার্বারী (মারমা) সহ ৩ জন সংস্কারপন্থী কর্তৃক গুলি করলে ঘটনাস্থলে দুর্জয় তঞ্চঙ্গ্যা মারা যান। দু্র্জয় তঞ্চঙ্গ্যা হলেন কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ভালুক্যা মধ্যম পাড়ার সদয় তঞ্চঙ্গ্যার ছেলে। তিনি পরিবার ভরণপোষনের জন্য ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।