সিরাজগঞ্জের তাড়াশে ঐক্য পরিষদের নেতাসহ সপরিবারে হত্যার ঘটনায় ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

0
390
ছবি : (বাঁ থেকে) নিহত বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা রানী সরকার ও মেয়ে পারমিতা সরকার তুষি

হিল ভয়েস, ৩১ জানুয়ারি ২০২৪, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ বিকাশ সরকারসহ তাঁর স্ত্রী ও কন্যাকে কুপিয়ে ও গলাকেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও স্বজনেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, গত রোববার (২৮ জানুয়ারি) রাত থেকে গতকাল রাতের কোনো এক সময় তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর খুনিরা বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছেন। স্বজনরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তালা ভেঙে ঘরে ঢুকলে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়।

এই হত্যার ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। গত ৩০ জানুয়ারি সংগঠনটির দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদারের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানায় সংগঠনটির নেতারা।

ঐক্য পরিষদের সভাপতিত্রয় মি. ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও মি. নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে বলেছেন, গণতান্ত্রিক দেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর এই ধরণের নির্মম হত্যাকান্ড মেনে নেয়া যায় না। বর্বর এই হত্যাকান্ডের ঘটনার যথাযথ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণপূর্বক সমুচিত শাস্তিদানের পদক্ষেপ গ্রহণে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও আইজিপি’র কাছে বিবৃতিতে দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যৌথ প্রতিনিধিদল আগামীকাল সকালে ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শনে রওনা হবেন। ইতোমধ্যে আজ জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিকের নেতৃত্বে নেতৃবৃন্দ ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথেই হাসপাতালে ছুটে গেছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।