লামায় এএলপি সমর্থিত দুর্বৃত্ত কর্তৃক ১২টি বাড়িতে অগ্নিসংযোগ

0
561

হিল ভয়েস, ৯ ফেব্রুয়ারি ২০২০, লামা, বান্দরবান:  গত ৯ ফেব্রুয়ারি ২০২০ বান্দরবান জেলার লামা উপজেলার রূপসী ইউনিয়নে আরাকান লিবারেশন পার্টির একদল দুর্বৃত্ত কর্তৃক ১২টি ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্তরা হল- শৈশৈমং মারমা, মংক্যাচিং মারমা (কার্বারী), হ্লামে মারমা, এনামুল হক, মো: শাহ আলম, মংচিং মারমা ও নাছির উদ্দিন।

দুর্বৃত্তরা তাদের বাড়ি ঘরে ও খড়ের স্তুপে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেখানে লুটপাট করার পর সেদিন থানচি হয়ে বেতছড়াতে চলে গেলে বলে স্থানীয়রা জানিয়েছে। তাদের তান্ডবে ও অত্যাচারে নিদ্রাহীন রাত কাটাচ্ছে রূপসী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাফেজ পাড়া, মাষ্টার পাড়া ও ১নং ওয়ার্ডের বৈদ্য ভিটা গ্রামের কয়েক গ্রামের মানুষ।

চাঁদা সময় মত না দিলে ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়াসহ প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে। সংখ্যা দিক দিয়ে বেশি না হলেও অস্ত্রের ভয় দেখিয়ে সুযোগ বুঝে ব্যাবসায়ী, ঠিকাদার, গাড়ির উপর হামলা চালায়।
উক্ত ঘটনার মূল হোতা ও এএলপির সহযোগী চিংচিং মারমাকে লামার ফাস্যাখলী ইউনিয়নের ইয়াংছা বাজার থেকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।