লংগদুতে সেনা-সমর্থিত সংস্কারপন্থী গ্রুপ কর্তৃক এক নিরীহ গ্রামবাসী অপহরণ ও হেডম্যান-কার্বারীদের হয়রানি

0
713

হিল ভয়েস, ২৬ সেপ্টেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা সদর থেকে সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী সশস্ত্র গ্রুপ কর্তৃক একজন নিরীহ গ্রামবাসীকে অপহরণ করেছে। অপরদিকে লংগদু সদরে ইউএনডিপি কর্তৃক প্রদত্ত অফিসের আসবাবপত্র নিতে আসা হেডম্যান-কার্বারিদেরকে সংস্কারপন্থী সন্ত্রাসীরা নানাভাবে হয়রানি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, আজ ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার সকাল ১১.৩৫ ঘটিকার সময় লংগদু ইউনিয়নের গলাছড়ি গ্রামের মৃত মঙ্গল মোহন চাকমার ছেলে সুজ্যোতি চাকমা (৩০)-কে প্রশাসনের নাকের ডগায় লংগদু বাজার থেকে সংস্কারপন্থী সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

সংস্কারপন্থীদের লংগদু থানার সভাপতি অনঙ্গ লাল চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন এবং আগামীকাল তাদের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়নি।

উল্লেখ্য যে, সুজ্যোতি চাকমা গ্রামের একজন খুবই নিরীহ মানুষ। কাজকর্ম করে কোন রকমে তার সংসার চালান। আজ শনিবার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় সকালে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র (তৈল, লবন, মসলা, তরকারী) সংগ্রহের উদ্দ্যেশে বোট যোগে তিনি লংগদু বাজারে এসেছিলেন। সেখান থেকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

অপরদিকে গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২০ সকাল ১১.০০ ঘটিকার সময় লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনডিপি কর্তৃক উপজেলার সকল হেডম্যান ও কার্বারীগণকে স্ব স্ব অফিস পরিচালনা ও নথিপত্র সংরক্ষণের জন্য কিছু আসবাবপত্র প্রদান করার পূর্ব নির্ধারিত তারিখ ছিল। উক্ত আসবাবপত্রগুলো সংগ্রহের জন্য লংগদু উপজেলার সকল হেডম্যান-কার্বারীগণ উপজেলা সদরে উপস্থিত হন।

সেসময় সংস্কারপন্থী সশস্ত্র সন্ত্রাসীরা এলাকার কয়েকজন হেডম্যান ও কার্বারীগণকে হাসপাতাল সংলগ্ন কৃষ্ণচুঁড়া গাছের নীচে ডেকে নিয়ে প্রায় তিনঘন্টা যাবত বসিয়ে রেখে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ ও হুমকি প্রদান করে এবং কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেয়। তবে লংগদুর সংস্কারপন্থী পরিচালক অমল চাকমা পরে মোবাইলগুলো ফেরত দেয়।

এসময় সংস্কারপন্থী সশস্ত্র সদস্যদের সাথে সেনাবাহিনীর লংগদু জোনের প্রতিনিধি হিসেবে মোঃ তুহিন ও মোঃ আরসাদ ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।