বৌদ্ধ আশ্রমের জায়গা দখলের জন্য রাঙ্গুনিয়ায় বৌদ্ধভিক্ষুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা

0
660

হিল ভয়েস, ২৭ সেপ্টেম্বর ২০২০, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে ভিডিও বার্তায় বিশেষ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে প্রকারান্তরে আশ্রমের জায়গা দখলের উদ্দেশ্যে জ্ঞানশরণ মহা অরণ্য বৌদ্ধবিহারের অধ্যক্ষ জ্ঞানশরণাংক ভান্তে নামের এক বৌদ্ধভিক্ষুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২০ রাতে টিটু বড়ুয়া নামের এক ব্যক্তি রাঙ্গুনিয়া থানায় মামলাটি করেন।

খোঁজ নিয়ে জানা যায়, এবছরের ১১ জুলাই সকালে পুলিশ, স্থানীয় ক্ষমতাসীন আওয়ামীলীগ নেতা ও সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদের ইন্ধনে কোন ধরনের আইনী নোটিশ ছাড়া বৌদ্ধমন্দিরে ভাঙচুর শুরু করে। এতে ভান্তেরা বাধা দিলে দুর্বৃত্তরা প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।

পরে এই ঘটনাটি অন্যদিকে চালিত করার জন্য রাঙ্গুনিয়া সদর উপজেলায় ধর্মীয় অনূভূতিতে আঘাত হানার মিথ্যা অভিযোগে ভান্তের বিরুদ্ধে রাঙ্গুনিয়ায় সাম্প্রদায়িক গোষ্ঠীকে দিয়ে নানা মেকি সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছিল। এসবকিছুই ঢোপে টিকেনি।

সর্বশেষ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কার্যক্রম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অজুহাতে টিটু বড়ুয়ার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে শরণাংক ভান্তে প্রথম আলোকে বলেন, কারও মানহানি হয়, এমন বক্তব্য আমি দিইনি। ধর্ম নিয়ে আমি কোনো কটুক্তি করিনি। ভিডিও বার্তায় আমি আমার তিন মাসের কষ্টের কথা জানিয়েছি। এ বিষয়ে প্রশাসন তদন্ত করে দেখতে পারে।

তবে ধর্মপ্রাণ মুসলিম ও বৌদ্ধধর্মের অনুসারীরা বলছেন, ভান্তেকে বিতাড়িত করে আশ্রমের জায়গা দখলের জন্য এটি একটি প্রভাবশালী ও সাম্প্রদায়িক বিনষ্টকারীদের মাধ্যমে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা। সত্যিকারের দেশপ্রেমী ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকারীরা এমন কাজ করতে পারে না। অবিলম্বে তারা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান।