বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক জুম্ম স্কুল শিক্ষকের বাড়ি তল্লাসী ও হয়রানি

0
1094
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ২৬ সেপ্টেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় নিউ লাল্যাঘোনা গ্রামে সেনাবাহিনী কর্তৃক সন্ত্রাসী তল্লাসীর নামে এক জুম্ম স্কুল শিক্ষকের বাড়ি তল্লাসী ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর ২০২০ সন্ধ্যার সময় শিজক মুখ বৌদ্ধ বিহারের জায়গায় স্থাপিত সেনা ক্যাম্প হতে একদল সেনা সদস্য গাড়িযোগে উগলছড়ি মুসলিম পাড়ায় কিছুক্ষন অবস্থানের পর ফেরার পথে উগলছড়ি হাই স্কুলের নিরাপত্তা প্রহরী মেঘনাথ চাকমাকে স্কুলের বারান্দার ভিতর ঢুকে জিজ্ঞাসাবাদ সহ নানা হুমকি প্রদান করে। এরপর সেনা সদস্যরা ঐ স্কুলের সহকারী শিক্ষক জুনু চাকমাকে তার নিজ বাড়ি হতে বের করে নিজ পরিচয় জানতে চায় এবং তাকে বীর মাস্টারের বাড়ি পর্যন্ত গাইড করতে বললে আপত্তি প্রকাশ করায় সেনা সদস্যরা জুনু চাকমাকে বাড়িতে ঢুকতে বলে। এরপর রাত আনুমানিক ৮ টার দিকে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সন্তোষ বিমল চাকমার(৭৯) ছেলে দেবাশীষ চাকমাকে একইভাবে বীর মাস্টারের বাড়ি পর্যন্ত গাইড করতে বাধ্য করলে তার পিতা-মাতার অসুস্থতার কথা প্রকাশ করেন। পরে টহলরত সেনা সদস্যরা তার পিতা-মাতার অবস্থা দেখে কিছু না বলে সেখান থেকে চলে যায়।

পরে সেনাসদস্যরা বীর মাস্টারের বাড়ির দিকে রওনা দেয় এবং রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে বীর মাস্টারের বাড়িতে গিয়ে চারিদিকে তল্লাসী চালায় এবং যাওয়ার সময় বীর মাস্টারের ফোন নাম্বার নিয়ে যায়।

জানা যায়, বীর মাস্টার ঘটনার দিন বাড়িতে ছিলেন না। বেশ কদিন আগে ব্রাকে চাকরিরত তার স্ত্রীর সাথে রাউজানে দেখা করতে গেছেন। তার নিজ বাড়িতে বৃদ্ধ মাতা সম্পুদি চাকমা(৭৮), দিপলা চাকমা(২৮), সুমনা চাকমা(২৪) এবং ৪ বছরের এক নারী শিশু ও দশম শেণীর ছাত্রী সুবর্না চাকমা বাড়িতে ছিলেন।

উল্লেখ্য যে, বীর কুমার চাকমা (বীর মাস্টার) উগলছড়ি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং বাঘাইছড়ি আওয়ামী লীগের থানা কমিটির সিনিয়র সদস্য বলে জানা যায়।