লংগদুতে সংস্কারপন্থীদের অন্তর্কোন্দলে একজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ

0
1604

হিল ভয়েস, ১৫ জুলাই ২০২০, রাঙ্গামাটি:  রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সদরস্থ তিনটিলায় সেনাবাহিনীর আশ্রয়ে অবস্থানরত সশস্ত্র সংস্কারপন্থী সদস্যদের মধ্যে অন্তর্কোন্দলে এক সশস্ত্র সংস্কারপন্থী সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

ঘটনাটি আজ ১৫ জুলাই ২০২০ রাত আনুমানিক ১:০০ ঘটিকার দিকে তিনটিলার কাঠালতলী নামক স্থানে সংঘটিত হয়েছে। গুলিবিদ্ধ সংস্কারপন্থী সশস্ত্র সদস্যের নাম সুজয় চাকমা (২৩) বলে জানা গেছে। তিনি লংগদুর দজরপাড়ার রাঙ্গাধন চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, লংগদু উপজেলা সদরের কাঠাতলীতে একটি বাড়িতে অস্ত্রসহ সুজয় চাকমা, বাবলুমনি চাকমা (২৮) এবং কমল বিকাশ চাকমা (১৯) নামে তিনজন সশস্ত্র সংস্কারপন্থী সদস্য অবস্থান করে আসছে।

স্থানীয় এক গ্রামবাসী জানান যে, গত রাতে হঠাত্‌ করে তিনি গুলির আওয়াজ শুনতে পান। পরে জানতে পারেন যে, তিনজন সংস্কারপন্থী সদস্যের মধ্যে সুজয় চাকমা গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সুজয় চাকমাকে উদ্ধার করে এবং লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সংস্কারপন্থীদের অপর দুইজন সদস্য বাবলুমনি চাকমা ও কমল বিকাশ চাকমা নিখোঁজ রয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছ্যুক উক্ত গ্রামবাসী জানান।

তিনি আরো জানান যে, তাদের মধ্যে অন্তর্কোন্দলের কারণে নিজেদের মধ্যে গোলাগুলি হয়ে থাকতে পারে।