রাঙ্গামাটিতে ২ জনকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী ও গোয়েন্দারা

0
2459

হিল ভয়েস, ১৫ জুলাই ২০২০, রাঙ্গামাটিরাঙ্গামাটি পার্বত্য জেলা শহরের দুই ভিন্ন স্থান থেকে দুই জুম্মকে গোয়েন্দা ও সেনাবাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাঙ্গামাটি শহর এলাকার কে কে রায় সড়ক থেকে উজ্জ্বল চাকমা (৪০) ও শহরের ভেদভেদি এলাকার মোনতলা আদামস্থ নিজ বাড়ি থেকে রোমান কান্তি তালুকদার ওরফে নিখিলকে (৫৮) তুলে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই ২০২০ দুপুর আনুমানিক ১:৩০ টার দিকে উত্তর কালিন্দীপুরের রাজবাড়ি সড়কস্থ এলআইসি বীমা কার্যালয়ের সম্মুখ থেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র কয়েকজন সদস্য উজ্জ্বল চাকমাকে তুলে নিয়ে যায়।

অপরদিকে একই দিন দিবারাত আনুমানিক ১২:০০ টার দিকে শহরের ভেদভেদি এলাকার মোনতলা আদামস্থ নিজ বাড়ি থেকে রোমান কান্তি তালুকদার ওরফে নিখিলকে ঘুম থেকে জাগিয়ে তুলে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য।

এই রিপোর্ট লেখা পর্যন্ত উজ্জ্বল চাকমা ও রোমান কান্তি তালুকদার ওরফে নিখিলকে এখনও মুক্তি দেয়া হয়নি এবং আইন অনুযায়ী পুলিশ বা আদালতেও হস্তান্তর করা হয়নি।

জানা গেছে, উজ্জ্বল চাকমা এখনও ডিজিএফআইয়ের হেফাজতে এবং রোমান কান্তি তালুকদার ওরফে নিখিল সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।

সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের লোকজন কর্তৃক এহেন ইচ্ছেমত ও বেআইনী আটক, গ্রেফতার ও নিপীড়নের ঘটনায় শহরের জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগ, হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

উজ্জ্বল চাকমা এক সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কে কে রায় সড়ক গ্রাম কমিটির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি এলআইসি নামে একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

অপরদিকে রোমান কান্তি তালুকদার ওরফে নিখিল পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক স্বাভাবিক জীবনে ফিরে আসা জনসংহতি সমিতির প্রত্যাগত সদস্য। রোমান কান্তি তালুকদার ওরফে নিখিল বর্তমানে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন।