রামগড়ে সেনাবাহিনী কর্তৃক তিনজন জুম্ম যুবককে গ্রেফতার

0
763

হিল ভয়েস, ৭ অক্টোবর ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার রামগড়ে সেনাবাহিনী কর্তৃক তিনজন জুম্ম যুবককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার দিবাগত গভীর রাতে রামগড়ের গরুকাটা এলাকার নাঙেল পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রামগড়ের জরিচন্দ্র পাড়ার সবি কুমার ত্রিপুরার ছেলে সুবেল ত্রিপুরা সজল (২৫); রামগড়ের অংতু পাড়ার উহ্লা মারমার ছেলে সাথোইঅং মারমা (২৮) এবং দীঘিনালার রাজেন্দ্র কার্বারী পাড়ার জুয়েল ত্রিপুরা (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাত আনুমানিক ২:৩০টার সময় সিন্দুকছড়ি সেনা জোনের অধীন বাটনাতলী ক্যাম্পের কমাণ্ডার ক্যাপ্টেন মো. ওয়ালি উল্লাহর নেতৃত্বে একদল সেনা সদস্য নাঙেল পাড়ায় হানা দেয়। সেনারা ওই পাড়ার বাসিন্দা অনিল চাকমার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় এবং সেখানে অবস্থানরত উক্ত তিনজন ব্যক্তিকে ঘুম থেকে তুলে গ্রেফতার করে নিয়ে যায়।

এ সময় সেনারা বাড়ির মালিক অনিল চাকমা ও তার ছেলে সুবেন চাকমাকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতারের পর তিনজনকে ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এরপর আজ ৭ অক্টোবর বুধবার দুপুরে ১টি ভাঙাচোরা এলজি গুজে দিয়ে তাদেরকে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।