মজুরি বৃদ্ধির দাবিতে আদিবাসী চা শ্রমিকদের আকস্মিক ধর্মঘট

0
615

হিল ভয়েস, ৭ অক্টোবর ২০২০, সিলেট: পূজার আগে বেতনভাতা বৃদ্ধিসহ বোনাস পরিশোধের দাবিতে সিলেটের শ্রীমঙ্গল উপজেলার ২৬টি চা বাগানের চা শ্রমিকরা গতকাল ৬ অক্টোবর ২০২০ সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত একযোগে দুইঘন্টা কর্মবিরতি পালন করে।

খবর নিয়ে জানা যায়, ২০১৮ সালে নভেম্বর মাসে চা শ্রমিকদের বেতন ভাতার জন্য চা শ্রমিক ও মালিক পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি মোতাবেক চা শ্রমিক দৈনিক ১৫০ টাকা পাওনার কথা থাকলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বেতনবৃদ্ধি করে ৩০০ টাকার দাবি জানান।

তবে করোনাকালে মালিকদের আর্থিক অবস্থা চিন্তা করে ২০০ টাকা দাবি করেন। অন্যদিকে মালিকপক্ষ থেকে মাত্র দৈনিক ১১৫ টাকা দানের আশ্বাস দিলেও বাকি টাকা পরিশোধ ও দুর্গা পূজা উপলক্ষে বোনাস প্রদানে গড়িমসি করছে। তাই চা শ্রমিকরা আজ আকস্মিক ধর্মঘট পালন করেন।

চা শ্রমিকরা বলেন, ১০২ টাকা মজুরি দিয়ে তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে সন্তানদের লেখাপড়া খরচ বহন করা সম্ভব হচ্ছে না। দুর্গো পূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস না দিলে দুর্গা পূজা পালন অসম্ভব হবে। এ সময় শ্রমিকরা ৩শ টাকা মজুরি দেয়ার দাবি জানান।

কর্মবিরতি চলাকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি শাখার সভাপতি বিজয় হাজরা বলেন, মালিক পক্ষের সাথে বৈঠকে ৩শ টাকা দাবির প্রেক্ষিতে ১৫শ টাকা দিতে রাজি হলেও দীর্ঘ ২৩ মাস অতিক্রান্ত হাওয়ার পরও ১০২ টাকা হারে মজুরি দেয়া হচ্ছে।

দাবি মানা না হলে পূজার আগে নতুন চুক্তি বাস্তবায়নসহ বোনাস প্রদান করা না হলে সারা দেশের চা শ্রমিকরা কঠোর কর্মসূচিতে যাবে। তাই চুক্তি অনুযায়ী নতুন মজুরি প্রদান সহ বেতন বাস্তবায়নের দাবি জানান।