রাজস্থলীতে সেনামদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক অপহৃত এক জুম্মকে বিপুল মুক্তিপণের বিনিময়ে মুক্তি

0
683

হিল ভয়েস, ৩০ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামীলীগ মদদপুষ্ট মারমা ন্যাশনাল পার্টি (স্থানীয়ভাবে পরিচিত ‘মগ পার্টি’) সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার থেকে এক জুম্মকে অপহরণের পর বিপুল অংকের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহরণের শিকার ব্যক্তির নাম মংথোয়াইনু মারমা (৫২), পীং-অজ্ঞাত, গ্রাম-পশ্চিম তাইতং পাড়া, ৩নং ওয়ার্ড, গাইন্দ্যা ইউনিয়ন, রাজস্থলী উপজেলা। মংথোয়াইনু মারমা পেশায় রাজস্থলী সরকারি কলেজের দপ্তরী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ২০২১ বিকাল আনুমানিক ৪:০০ টার দিকে সেকেন্ড-ইন-কম্যান্ড মংক্যচিং মারমার নেতৃত্বে মগ পার্টির সন্ত্রাসীদের একটি দল বাঙ্গাল হালিয়া বাজার থেকে মংথোয়াইনু মারমাকে অপহরণ করে পার্শ্ববর্তী গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়ায় অবস্থিত তাদের আস্তানায় নিয়ে যায়। মগ পার্টির সন্ত্রাসীরা সেখানে মংথোয়াইনু মারমাকে সারারাত নির্যাতন করে।

পরের দিন ২৯ আগস্ট ২০২১ দুপুরের দিকে মগ পার্টির সন্ত্রাসীরা অপহৃতের আত্মীয়স্বজন ও ছেলেকে তাদের আস্তানায় ডেকে নিয়ে যায় এবং অপহৃতের আত্মীয়স্বজন ও ছেলের কাছে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করে। উক্ত টাকা না পেলে সন্ত্রাসীরা অচিরেই অপহৃতকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

অপহৃতের আত্মীয়স্বজন ও ছেলে অনেক কাকুতিমিনতি করেও সন্ত্রাসীরা মুক্তিপণ ছাড়া অপহৃতকে মুক্তি দিতে রাজি হয়নি। পরে ৮০ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে নির্ধারণ করা হয় এবং অপহৃতের আত্মীয়স্বজন ও ছেলে নগদ ৫ লক্ষ টাকা দিলে সন্ত্রাসীরা মংথোয়াইনু মারমাকে জামিনে মুক্তি দেয়। তবে আগামী এক সপ্তাহের মধ্যে অপহৃতের আত্মীয়স্বজন ও ছেলের পক্ষ থেকে অবশিষ্ট ৭৫ লক্ষ টাকা অপহরণকারীদের পরিশোধ করতে হবে বলে অপহরণকারীরা জানায়।

অপহৃতের আত্মীয়স্বজনরা অপহৃত মংথোয়াইনু মারমার কী দোষ তা জানতে চাইলে মগ পার্টির সেকেন্ড-ইন-কম্যান্ড মংক্যচিং মারমা বলেন, অপহৃত ব্যক্তি বাঙ্গালহালিয়া এলাকায় বড়ুয়া সম্প্রদায়ের মহিলাকে দ্বিতীয় বিবাহ করায় তার প্রথম স্ত্রীর অভিযোগ মূলে বিচার সভায় উপস্থিত হতে ব্যর্থ হওয়ার অপরাধে তাকে অপহরণ করা হয়েছে।