রাজস্থলীতে সেনামদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক এক জুম্ম কাঠ ব্যবসায়ী অপহৃত

0
1280

হিল ভয়েস, ১২ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার থেকে বাংলাদেশ সেনাবাহিনী মদদপুষ্ট মারমা ন্যাশনাল পার্টি (মগ পার্টি) এর সশস্ত্র সন্ত্রাসীদের কর্তৃক এক নিরীহ জুম্ম কাঠ ব্যবসায়ী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ১১ আগস্ট ২০২১ বিকাল ৩:০০ টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

অপহরণের শিকার ব্যক্তির নাম বানু মারমা সুমি (২৯), পীং-সুইমংচিং মারমা। তার বাড়ি পার্শ্ববর্তী কাপ্তাই উপজেলাধীন চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন বুধবার রাজস্থলী বাজারের হাটের দিন। বানু মারমা সুমি রাজস্থলী বাজারে যান। বিকাল আনুমানিক ৩:০০ টার দিকে সবুজ মারমা ও মংক্যচিং মারমার নেতৃত্বে মগ পার্টির সন্ত্রাসীদের একটি দল বাজার এলাকা থেকে বানু মারমা সুমিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়া এলাকার দিকে অপহরণ করে নিয়ে যায়।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামীলীগের মদদে এবং আশ্রয়-প্রশ্রয়ে মগ পার্টির সন্ত্রাসীরা পোয়াইতু পাড়ায় ঘাঁটি গেড়ে অবস্থান করছে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। সেখান থেকেই দীর্ঘদিন ধরে মগ পার্টির সন্ত্রাসীরা আশেপাশের জুম্ম এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকান্ড ঘটিয়ে থাকে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত বানু মারমা সুমিকে এখনও ছেড়ে দেওয়া হয়নি এবং কোথায়, কিভাবে, কেন রাখা হয়েছে তা জানা যায়নি।