রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক দুই জুম্ম বাড়িতে তল্লাশি, টাকাসহ মূল্যবান দলিল হরণ

0
1124
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ১৮ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দুই জুম্ম গ্রামবাসীর বাড়িতে ব্যাপক তল্লাশি, জিনিসপত্র তছনছ এবং টাকাসহ মূল্যবান দলিলপত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ ১৮ আগস্ট ২০২১ ভোর রাত আনুমানিক ২:৩০ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

ভুক্তভোগী বাড়ির মালিকরা হলেন- (১) কালাচুক তঞ্চঙ্গ্যা (৩২), পীং-মৃত প্রফুল্ল তঞ্চঙ্গ্যা, গ্রাম-মুবাছড়ি, ঘিলাছড়ি ইউনিয়ন, রাজস্থলী উপজেলা এবং (২) নতুন কুমার তঞ্চঙ্গ্যা (৩৪), পীং-চিত্রসেন তঞ্চঙ্গ্যা, গ্রাম-ঐ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাত আনুমানিক ২:৩০ টার দিকে কাপ্তাই সেনা জোনের অধীন রাজস্থলী সেনা সাব-জোনে দায়িত্বরত ক্যাপ্টেন দেবাশীষ ও সুবেদার মো: আশরাফ হোসেন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল রাজস্থলীর ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি পাড়া গ্রামে টহল অভিযানে যায়।

এসময় সেনাদলটি প্রথমে কালাচুক তঞ্চঙ্গ্যার বাড়ির দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায় এবং জিনিসপত্র তছনছ করে দিয়ে বাড়ির লোকদের হয়রানি করে। তল্লাশির সময় সেনা সদস্যরা বাড়ি থেকে পাওয়া নগদ ২৫ হাজার টাকা, এছাড়া প্লাস্টিক ব্যাংকে জমানো অন্তত ১০-১২ হাজার টাকার খুচরা পয়সা, বাড়ির লোকদের জন্ম নিবন্ধন কার্ড এবং জমিজমার দলিলপত্রাদি জোর করে ছিনিয়ে নেয়।

এর পরপরই সেনা সদস্যরা নতুন কুমার তঞ্চঙ্গ্যার বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তল্লাশির নামে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ ও নষ্ট করে দেয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী কর্তৃক কালাচুক তঞ্চঙ্গ্যার বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া টাকা ও প্রয়োজনীয় দলিলপত্রাটি বাড়ির মালিককে ফেরত দেওয়ার খবর জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক মুরুব্বি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের আচরণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর আচরণের সাথে তুলনা করা যায়। সেনাবাহিনী কর্তৃক সাধারণ গরীব জুম্ম গ্রামবাসীদের তল্লাশির নামে জিনিসপত্র তছনছ, হয়রানি এবং টাকা ও গুরুত্বপূর্ণ দলিল ছিনিয়ে নিয়ে যাওয়ার মত মানবাধিকার লংঘনের ঘটনা এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।