তানোরে জনপ্রতিনিধির বিরুদ্ধে আদিবাসীদের পুকুর দখলের অভিযোগ

0
632

হিল ভয়েস, ১৪ আগস্ট ২০২০, রাজশাহী: রাজশাহীতে তানোর উপজেলার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ করেছে ৪০ টি আদিবাসী পরিবার।

এই পরিবারগুলো নলপুকুরিয়া মৎস্য চাষি সমবায় সমিতির সদস্য। দখলী হওয়া তাদের পুকুর ফেরত পেতে সম্প্রতি উপজেলা র্নিবাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা পুকুর ফেরত পাওয়ার দাবি জানিয়ে ভাইস চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে টাকা না দিলে পুকুর ফেরত দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। পুকুর ফেরত পেতে চাইলে দেড় লাখ টাকা দিতে হবে বলে ভুক্তভোগীরা আরও জানান।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার বলেন, তিনি কোন ধরনের অনিয়মের সাথে জড়িত নন।