মাটিরাঙ্গায় সেটেলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি স্কুলছাত্রী অপহরণের শিকার

0
442

হিল ভয়েস, ১২ জানুয়ারি ২০২৪, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের সেটেলার বাঙালি যুবক মো: বাবু কর্তৃক বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ত্রিপুরা সম্প্রদায়ের স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টার সময় এ অপহরণ ঘটনা সংঘটিত হয় বলে জানা যায়।

অপহরণকারী মো: বাবু গোমতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তাকাল মনি পাড়ার মো: লাল কাশেমের ছেলে বলে জানা যায়।

অপহরণের শিকার ছাত্রী- লাফি ত্রিপুরা, পীং- মতিন কুমার ত্রিপুরা, গ্রাম- তাকাল মনি পাড়া, ইউনিয়ন- গোমতি, ৭নং ওয়ার্ড। সে গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি ভুক্তভোগী বাড়ি থেকে টাকা নিয়ে বি কে উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য স্কুলে যায়। এসময় দুপুর ১২টার সময় স্কুলে ভর্তি হওয়ার পর বাড়ি ফেরার পথে গোমতি বাজার রাস্তা থেকে সেটেলার মো: বাবু  স্কুল ছাত্রিটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে খবর পাওয়া যায়।

পরে স্কুল ছাত্রিটি (লাফি ত্রিপুরা) বাড়িতে ফিরে না আসলে তার বাবা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় নিখোঁজ ডায়রি করেন।