আলিকদমে বন বিভাগের কর্মচারীদের দ্বারা ম্রো জনগোষ্ঠীর লোকজন নিপীড়নের শিকার

0
458

হিল ভয়েস, ১০ জানুয়ারি ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলার আলিকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মাতামূহুরী রিজার্ভ এলাকায় বসবাসরত ম্রো জনগোষ্ঠীর উপর বন বিভাগের কর্মকর্তাদের চাঁদাবাজি, বাড়িঘর-দোকানপাট ভাংচুর ও হয়রানির চালানোর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর ২০২৩ আলিকদম উপজেলার ৩নং কুরুকপাতা ইউনিয়নের কচুছড়া পাড়ার মেননিক ম্রো এর দোকান কোনো কারণ ছাড়াই ভাঙচুর করে বন বিভাগের কর্মীরা। একইদিন একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাইথক ম্রো পাড়ার ৫টি পরিবারের বাড়িও ভাঙচুর করে বন বিভাগের কর্মীরা। এছাড়া, ঐদিন একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোটবেটি এলাকার রেংরুই ম্রো পীং-কর্জং ম্রো এর দোকানও ভাঙচুর করা হয়।

অপরদিকে, গত ১০ ডিসেম্বর ২০২৩, ৩নং কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাতামূহুরী রিজার্ভ এলাকার জানালী পাড়াতে ফট্টই ম্রো নামে একজনের ঘর ভেঙে দেয় বন বিভাগের কর্মীরা। বেসরকারী সংস্থা ব্র্যাক থেকে তাকে সেই ঘরটি নির্মাণ করে দেওয়া হয়েছিল।

তাছাড়া, গত ১৬ ডিসেম্বর ২০২৩ আলিকদম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের খেদদিং পাড়াতে গিয়ে বন বিভাগের কর্মীরা ৬-৭টি ম্রো পরিবারের কাছ থেকে চাঁদা দাবি করে। ঐদিনই নতুন ঘর তোলার চাঁদা হিসেবে রেংয়ং ম্রো নামে একজনের কাছ থেকে ৭,০০০/- টাকা নিয়ে নেয় বন বিভাগের কর্মীরা।